,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
মাদ্রাসায় কোরআন শিক্ষা অর্জন করেও আপনার আমার সন্তানরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, যদি আমরা কোরআন শিক্ষার পাশাপাশি এই সকল মাদ্রাসার শির্ক্ষাথীদেরও ইংরেজী বাংলা ও অন্যান্য বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে পারি। মুফতি শাহা জামাল উদ্দিন রাব্বানীর তত্বাবধানে নতুন মহিলা মাদ্রাসার জন্য একদিনের স্বেচ্ছাশ্রমে মাটি কেটা সেষে নাটোরের সিংড়া উপজেলার তুলাপাড়া বাঁশবাড়িয়া জামিয়া শরঈয়্যাহ জমিরুল উলুম মাদ্রাসার আয়োজনে অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী এই কথা গুলো বলেন। মোল্লা রানা বলেন,কওমীয়া মাদ্রাসায় যারা পড়াশুনা করে কোরআন শিক্ষা অর্জন করেন তারা কিন্তু আবার বাংলা ইংরেজীও পারেন অথচ দেখেন অনেক জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ কোরআন পড়তে পারেন না। তাই বলছি আসুন আমরা আমাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করি। এই মাদ্রাসা শিক্ষার কারুকলাম যেভাবে পরির্বতন হচ্ছে তাতে দেখবেন আগামী দিনে এই সকল মাদ্রাসা শিক্ষা থেকেই অনেক ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা অর্জন করবে। মাদ্রাসার পরিচালক মুফতি শাহা জামাল উদ্দিন রাব্বানীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মাওলানা আতিকুর রহমান শাদী,মুফতি জাকারিয়া মাসুদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওর্য়াডের ইউপি সদস্য মোঃ ফজলার রহমান, আলহাজ মোঃ আব্দুস সামাদ,সাবেক ইউপি সদস্য মোঃ কুরবান আলী,আলহাজ মোঃ ইয়াকুব আলী,আনোয়ার হোসেন আরন,আমির হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।