-জালাল উদ্দীন রুমী
মায়ের সুখের বাংলা বোলে
শিশুর মুখে ফোটে বোল,
হাসছে শিশু মায়ের কোলেই
আলকিত করেছে কোল।
বাংলা ভাষায় আকাশ তারা
চিনল শিশু চাঁদটাকে,
দীঘির জলের পদ্ম চিনল
চিনল খেলার মাঠটাকে।
ফুলটা চিনল ফল চিনল
জল খেতে সে গ্লাস চায়,
হাটবে বলেই নামল পথে
নোংগা কাদা সে মাড়ায়।
বাংলা ভাষার অনেক কথা
শিখবে শিশু ছড়া গান,
উঠবে বেড়ে সোনার শিশুরা
বলবে মা সোনার চাঁন।
দোলনা শুয়ে হাত পা নাড়াবে
হাসলে গালে পড়ে টোল,
আজব দেশের এ সব শিশু
পাকিয়ে তোলে মস্ত গোল।
বাংলা ভাষার অনেক কথা
রপ্তকরা শিশুর কাজ,
যতই বাড়ে আজব শিশুরা
হয় যে ওরা ছন্দবাজ।।