নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া
ইউনিয়নে পবিত্র রমজান মাস উপলক্ষে নিজ অর্থায়নে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১। আঃ গনি মেম্বার পাড়া জামের মসজিদ,২। দৌলতদিয়া সাইনবোর্ড জামের মসজিদ ৩।হোসেন মন্ডল পাড়া জামে মসজিদ ৪। জলিল সরদার পাড়া জামের মসজিদ, ৫।আজিদ মেম্বার পাড়া জামে মসজিদসহ সর্বমোট ৫টি মসজিদে ১,০০০(এক হাজার) জন রোজাদারদের মাঝে মেহমানদারী ও ইফতার বিতরণ করানো হয়েছে।
৩১শে মার্চ রবিবার বিকেল পাঁচটার দিকে দৌলতদিয়া ইউপি'র ৬ নং ওয়ার্ডের ৫টি মসজিদে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ ।
মানবিক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন,
গরিব অসহায় ও মেহনতি মানুষকে আমি ইফতারি করাতে পেরে আমি আনন্দিত এবং আমার এই ইফতারি বিতরণী সামনে বাকি যে কয়েকটি রোজা আছে।সেই পর্যন্ত এই ইফতারি বিতরণ কার্যক্রম চলতে থাকবে। আমার ইউপিতে সকল মসজিদেই অনেক রোজাদারা ইফতারি করে থাকে ।আমি প্রত্যেক মসজিদেই ইফতারির ব্যবস্থা করেছি।তাছাড়াও ইফতারির সাথে বিরানির ব্যবস্থা থাকে।
তিনি আরো বলেন,আসুন আমরা সবাই মিলেমিশে পবিত্র রমজান মাসে এবং সব সময় অসহায় মানুষের পাশে থাকি।আমার ইউনিয়নে ৪৩টি মসজিদ আছে। আজকে ৫টি মসজিদে ইফতারি বিতরণ করেছি।পর্যায়ক্রমে সবগুলো মসজিদেই ইফতারির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
উক্ত ইফতার বিতরণ এর সময় উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার ফজলুল হক,অবসরপ্রাপ্ত বিডিআর আব্দুর রহিম , মোঃ জাহাঙ্গীর, মোঃ রফিক কাজী প্রমুখ।
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান