হাফেজ আহমদ
স্টাফ রিপোর্টার
নবনির্বাচিত সভাপতি আবির হোসেন সান সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।
শিক্ষা স্মৃতি প্রগতি শ্লোগানে কক্সবাজার জেলায় প্রতিষ্টিত সংগঠন শেখ রাসেল স্মৃতি সংসদ গতিশীল করার লক্ষ্যে কক্সবাজার শহর শাখার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কক্সবাজার জেলা শাখার সভাপতি আবু বক্কর ছিদ্দিক, আলি উল্লাহ সিকদার আকাশের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই কমিটিতে সহ সভাপতি হিসাবে রয়েছে ফোরকানুর ইসলাম, ওমর বিন মোস্তফা সানি, তকি আহমদ, আশরাফুল ছিদ্দিক মারুফ। যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, মেহেদী হাসান বাবু।সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, তারিকুল ইসলাম হৃদয়, রমজান সোহেল সোহাগ, সুজন বড়ুয়া। সদস্য নবীন কুমার দাশ, আকাশ দাশ,সাকিব সাবাব,ইনামুল হাসান ইমুন, আব্দুর রহমান।
উক্ত কমিটি ১ বছরের জন্য অনুমতি দেন। আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়েছে
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান