রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগঞ্জ পৌর বাইপাস সড়কস্থ বালিকা উচ্চ বিদ্যালয় মাকের্টে রামগঞ্জ নিউজ কর্ণানে মঙ্গলবার গভীর রাতে দুর্ধর্ষ চুরী সংগঠিত হয়েছে। সঙ্গবদ্ধ চোরের দল মার্কেটের উপর দিয়ে টিন কেটে রামগঞ্জ নিউজ কর্ণানে প্রবেশ করে একটি ল্যাপ্টব,৫টি মোবাইল সেট ( বিকাশ,রকেট,নগদ) নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। রামগঞ্জ নিউজ কর্ণানের স্বত্ত¡াধীকারী এমরান হোসেন রাজন পাটোয়ারী বলেন, চুরীর ঘটনা পুলিশকে জানানো হয়েছে। এব্যাপারে থানা লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নেওয়ায় হচ্ছে।
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান