নিজস্ব প্রতিবেদক:: লক্ষীপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভায় ৮জুন পুলিশ সুপার হলরুমে অনুষ্ঠিত হয়। এতে মে মাসের সাজা তামিল,বিভিন্ন মামলার অপরাধীসহ সার্বিক আইন শৃংখলা নিয়ন্ত্রন করায় রামগঞ্জ থানার এস.আই জামাল উদ্দিন জেলার শ্রেষ্ঠ এস.আই নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ এস.আই হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম (বার) জমাল উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট ও সম্মানী প্রদান করেন। এসময় সহকারী পুলিশ সুপার,বিভিন্ন থানার ওসি এবং তদন্ত ওসিগন উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম (বার),সহকারী পুলিশ সুপারগন, রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান এর সার্বিক সহযোগীতা কর্মক্ষেত্রে সাফল্য অর্জিত হওয়ায় এস.আই জামাল উদ্দিন তাদের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করে। একই সাথে তিনি সহকর্মী ও সংবাদকর্মীদের ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সোহেল রানা, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব সাইফুল আলম চৌধুরী, মেডিকেল অফিসার, মোঃ বাকী বিল্লাহ, ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান