রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পদ্মাবাজার টু ডা¹াতলী বাজার ওয়াবদা সড়ক সংস্কারের প্রস্তুতি নেওয়ায় রোববার বিকেলে লামচর ইউপি হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতকে গনসংবর্ধনা প্রদান করা হয়। লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসানের সভাপতিত্বে সংবর্র্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত,লামচর ইউপি আ‘লীগের সভাপতি আবুল খায়ের ভুইয়া,সাধারন সম্পাদক মনিরুল হক টুনা,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মোঃ সায়েম হোসেন প্রমুখ। বক্তব্য প্রদান শেষে আ‘লীগ,যুবলীগ,ছাত্রলীগ, ইউপি মেম্বার,তথ্য কেন্দ্রের উদ্যোক্ততা,ব্যবসায়ী,গ্রাম পুলিশ পৃথক ভাবে ফুলেল সংবর্ধনা প্রদান করে।
উল্লেখ্যঃ রামগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কটি হচ্ছে রামগঞ্জ-পদ্মবাজার-রসুলপুর বেড়ি বাজার থেকে ডা¹াতলী বাজার পর্যন্ত ওয়াবদা সড়ক। দক্ষিনাঞ্জলে পুলিশ তদন্ত কেন্দ্র,দাসপাড়া উচ্চ বিদ্যালয়,মজুপুর প্রাথমিক বিদ্যালয়,লামচর ইউনিয়ন পরিষদ,লামচর ভুমি অফিস,রসুলপুর বেড়ি বাজার,ডা¹াতলী বাজার,মোহাম্মদিয়া বাজার,দেওয়ান বাজার ও লক্ষীপুর সদড় এবং রায়পুর উপজেলাবাসীর চলাচলের অন্যতম সড়ক এটি। দক্ষিনাঞ্জলের মানুষের ব্যবসায়ী-বানিজ্য,স্কুল ও কলেজগামী শিক্ষার্থী চলাচলের এবং যান-বাহন চলাচলের একমাত্র সড়কটি নানা অজুহাতে দীর্ঘ ১৪বছর সংস্কার না হওয়ায় এলাকাবাসী দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংসদ,উপজেলা ও ইউপি নির্বাচন চলাকালে প্রার্থীরা সড়কটি সংস্কার অজুহাত দেখিয়ে ভোটারদেও হৃদয স্থান নিয়ে নির্বাচিত হলে আর খবর রাখেনি বিগত বছরগুলোতে। লামচর ইউপি চেয়ারম্যান মোঃ ফয়েজ উল্যাহ জিসান বলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে দক্ষিনাঞ্জলের মানুষ সড়কটি সংস্কারের দাবী করেছে। দীর্ঘ ৯কিলোমিটারের মধ্যে ৩কিলোমিটার সড়ক বিশালাকার গর্ত,দুই পাশ ভেঙ্গে সরু হয়ে যাওয়ায় দীর্ঘ ৯ বছর যাবত যান-বাহন চলাচল সম্পূর্ন বন্ধ রয়েছে। সেই সড়ক দিয়ে ভারী যান-বাহন চলাচল করতো,সেই সড়ক দিয়ে হুন্ডা পর্যন্ত চলাচল করতে পারে না। চলাচলের সম্পূর্ন অনুপযুগী হওয়ায় সড়কের আশপাশের মানুষ নৈত্যদিনের বাজার করতে,হাসপাতালে যেতে,আইন শৃংখলঅ বাহিনীর ধারস্থ হতে,শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে কয়েক কিলোমিটার দুর দিয়ে যেতে হচ্ছে। উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে এবং এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কিছুদিনের মধ্যে সড়কটি চলাচলের উপযুগী করা হবে।
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান