নিজস্ব প্রতিবেদক :
মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজে Centre for Community Developement Assistance (CCDA) এর আওতাধীন কিশোর ক্লাব এর অন্তর্ভুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও ক্রিকেট খেলার আয়োজন করা হয়।
উক্ত প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আলোকিত মানুষ গড়ার আঙিনা- মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীবৃন্দ। আন্ত- প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় পুরস্কার লাভ করে। CCD কর্মকর্তা বিবেক চন্দ্র শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। প্রতিযোগিতায় সাফল্য অর্জনে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশে তৈরি হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ এর কার্যনিবার্হী পরিষদের সম্মানিত শিক্ষা সম্পাদক জনাব আবুল বাশার, মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব মোঃ মনিরুজ্জামান, ভাইস প্রিন্সিপাল জনাব এম এস ফরিদ, পদার্থ বিজ্ঞানের প্রভাষক জনাব মোঃ নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক জনাব রুবেল হোসাইন,কবির হোসেনসহ প্রমুখ।
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান