আব্দুল কাইয়ুম,রামগঞ্জ (লক্ষীপুর) :লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার হোটাটিয়া উচ্চ বিদ্যালয়ের নাম ও প্রতিষ্ঠাতার নাম পরিবর্তন করার অপচেষ্টার বিরুদ্ধে রোববার ( ১৮) আগস্ট দুপুরে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবকসহ গ্রামবাসীরা বিদ্যালয় মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করে।
বিদ্যালয় প্রধান শিক্ষক মো: বাবর হোসেন দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় দাতা সদস্য মো: ইমরুল মেহেদী খান, অভিভাবক সদস্য মাষ্টার আমির হোসেন, মো: আব্দুল কুদ্দুস, শিক্ষক মোহাম্মদ আলী হোসেন, শিক্ষার্থী রাশেদ আলম, ফারিয়া আক্তার সহ অনেকে।
বক্তরা বলেন হোটাটিয়া উচ্চ বিদ্যালয় ১৯৯৯ সাল প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা বোর্ড কর্তৃক
বিদ্যালয় এমপিও ভুক্ত সকল কাগজপত্রে বিদ্যালয় নাম হোটাটিয়া উচ্চবিদ্যালয় এবং বিদ্যালযের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জাকির হোসেন পাটোয়ারী থাকাবস্থায় গত শুক্রবার বিদ্যালয় সাইনবোর্ড ফেলে দিয়ে কপিল উদ্দিন উচ্চ বিদ্যালয নামক সাইন ঝুলানো হয়। এতে স্থানীয শিক্ষক- শিক্ষার্থী অভিভাবক গ্রামবাসী সহ নানা পেশাজীবীরা ক্ষিপ্ত হয়ে উঠে।
বক্তরা আরও জানান আলহাজ্ব মো: জাকির হোসেন পাটোযারী বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন হতে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ২০ বছর নিজস্ব অর্থাযনে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়েছেন।
২০১৯ সালে তিঁনি নিজের পকেটের টাকা খরচ করে বিদ্যালযকে এমপিওভুক্ত করেন। ৮০ শতাংশ সম্পত্তি বিদ্যালয়ের নামে খরিদ করেন। একাডেমিক ভবন বিদ্যালয়র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ অফিসের আসবাবপত্র নিজস্ব অর্থায়নে দিয়েছেন।
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান