রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার লামচর গ্রামের প্রবাসী যুবক খিজির আহমেদের হাতে অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার দুপুরে একই গ্রামের সুমন ভুইয়া তার নিজেস্ব ফেইজবুক আইডি থেকে ছবিটি আপলোড দেওয়ার মুহুর্তে তার ভাইরাল হয় এবং সর্বমহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।
বিভিন্ন সুত্রে জানায়,উপজেলার লামচর গ্রামের পুর্ব লামচর ঠাকুর বাড়ির সৌদি প্রবাসী আতিক উল্যাহর পুত্র খিজির আহমেদ । খিজির বাবার সাথে প্রবাসে থাকলেও কয়েক মাস পর দেশে ফিরে। দেশে এসে বিভিন্ন অপরাধ গ্রæপের সাথে জড়িয়ে পড়ে। খিজির আহমেদ মা জান্নাত বেগম বলেন, ছবিটি আমার ছেলে খিজির আহমেদেও সঠিক। কিন্তু ছবিটি কে,কথন তোলা হয়েছে তা আমরা কেউ বলতে পারবো না। স্থানীয় সমাজসেবক সুমন মেসি বলেন, ছবিটি কে প্রকাশ করেছে তা বিষয় নয়,অস্ত্রটি কোথায় পেয়েছে এবং তার গড়ফাদার কে জানা জানা দরকার।
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান