আমতলী বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলীতে সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত ভোর রাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার সকালে ভুক্তভোগী সিদ্দিকুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
ভুক্তভোগী সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন, উপজেলার ৭ নং সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে পাকা ধান কেটে নিয়েছে মোস্তফা ফারাজী, মনির,মামুন,শাকিল,নাঈম,শাহিদা বেগম, কুলসুম সহ আরো অজ্ঞাত।
সিদ্দিকুর রহমান বলেন, স্থানীয় চেয়ারম্যানদের কাছে একাধিকবার এ বিষয়ে অভিযোগ করলে তিনি উভয়পক্ষকে বলেন যে জমিতে চাষাবাদ করছে তিনি ধান কেটে নিবে কিন্তু চেয়ারম্যানদের উপেক্ষা করে রাতের আঁধারে আমার জমির ধান কেটে নিয়েছে ৩৩ শতাংশ জমির পাকা ধান কেটে নিয়েছে তারা।
জাকির স্থানীয়রা বলেন জমির মালিক সিদ্দিকুর রহমানের সাথে তার আত্মীয়-স্বজনের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরাজ চলছে এর মধ্যেই গতকাল রাতে জমির পাকা ধান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষরা সকালে আমরা দেখি জমির ধান সব কেটে নিয়ে গেছে।
অভিযুক্ত মোস্তফা ফারাজি ধার নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমার পৈত্রিক সম্পত্তি। দীর্ঘদিন ধরে এই জমিতে আমি আমার দখলে আছে এটা নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হয়েছে। এনিয়া গতকাল স্থানীয় চেয়ারম্যান উভয় পক্ষকে ডাকলে কোন প্রতিকার না পেয়ে আমি আমার জমির ধান কেটে নিয়েছি।
সোনাকাটা ইউপি চেয়ারম্যান ইউনুস ফরাজী বলেন,এই জমি নিয়ে অনেক দিন ধরেই দুই পক্ষের মধ্যে ঝামেলা চলে আসছে।বিভিন্ন সময় আমি এই জমি নিয়ে সালিশি করেছি।গতকাল সন্ধ্যায় দুই পক্ষ নিয়ে সালিশি সীমাংসের জন্য বসলে মোস্তফা কে কোনো ভাবেই মানানো যায়নি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমরান আলম বলেন,এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা করা হবে।
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান