ছাতক প্রতিনিধি::
ছাতক উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভূইগাও স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক মাষ্টার নূর মোহাম্মদ (ময়না মিয়া) সাহেবের অবসর জনিত বিদায়ী অনুষ্ঠান আজ সোমবার বিকালে মাদ্রাসা মাঠে আবেগঘন পরিবেশে মাদ্রাসা পরিচালানা কমিটি ও শিক্ষক-ছাত্র /ছাত্রী এবং হিলফুল ফুজুল যুব সংঘ (ভূইগাও) ও ভূইগাও ডেভেলপমেন্ট সোসাইটি ইউ/কে এর সৌজন্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী সংবর্ধনা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাতক উপজেলার বিশিষ্ট শালিশ ব্যাক্তিত্ব শামসুল ইসলাম। কোষাধ্যক্ষ ডাঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ছালিক মিয়া, পরিচালনা পর্ষদের সদস্য জিতু মিয়া, সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, আশিকুর রহমান ইমন, মাদ্রাসা শিক্ষক রনেল আহমদ, আজিজুল হক, কয়েছ মিয়া, সাইদুর রহমান শাহিদ, হিলফুল ফুজুল যুব সংঘের সদস্য ছইদুর রহমান, মামুন, রায়হান, এমদাদ, সাইফুর রহমান, তুহিন, কবির, জাহির প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ভূইগাও পশ্চিম পাড়া ও শেওলা পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা অলিউর রহমান। সভায় বক্তাগণ বিদায়ী শিক্ষক মাষ্টার নূর মোহাম্মদ (ময়না মিয়া) সাহেবের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন তিনি তার সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে মাদ্রাসায় সুন্দর ও সুচারুরূপে দায়িত্ব পালন করায় অভিভাবক সদস্য, এলাকাবাসী, সহকারি শিক্ষকগন সকলেই তার ভুয়সি প্রশংসা ও স্মৃতিচারণ করেন এবং দীর্ঘায়ু ও সুস্থ্য জীবন কামনা করেন। মাষ্টার নূর মোহাম্মদ ময়না মিয়া অশ্রুসিক্ত নয়নে স্মৃতিচারণে বলেন, আমি দীর্ঘ ৩৭ বছর এই মাদ্রাসায় শিক্ষগতার মহান পেশায় নিয়োজিত ছিলাম, জীবনের সব সুখ আহলাদ বিসর্জন দিয়ে অফুরন্ত সময় ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে ও প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছিলাম, আমার ছাত্র-ছাত্রীরা আজ দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে, অনেকে সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে সুনামের সাথে কাজ করছেন। কেউবা শিক্ষকতার মহান পেশাকে বেচে নিয়েছে। দীর্ঘ কর্মজীবনে যদি কোন ভুলত্রুটি করে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। বিদায়ী সম্মাননা সম্বর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষক- ছাত্র/ছাত্রীর পক্ষ থেকে এবং হিলফুল ফুজুল যুব সংঘ, ভূইগাও এবং ভূইগাও ডেভেলপমেন্ট সোসাইটি, ইউ/কে এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ও প্রয়োজনীয় বই সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়।
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান