ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর ব্যাপারী পাড়া শিশু নুসরাত হাবিবা হত্যার জিজ্ঞাসাবাদের জন্য আরও ২জনকে আটক করেছে র্যাব ১৪। জানা যায়, শনিবার ১৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার মরিচাকান্দী গ্রাম হতে দুজনকে আটক করেন র্যাব ১৪। আটককৃত ২ জন ডাংধরা পশ্চিম পাড়া (কদমতলা সংলগ্ন) গ্রামের আবুল কাশেম এর ছেলে সবুজ (২২)ও শহিদুর (২৮) নামের সহোদর ভাই। প্রকাশ থাকে যে, গত শনিবার ৯ সেপ্টেম্বর সকাল বেলা বাড়ির কাছে রাস্তা হতে অপহরণ হয় বাঘারচর ব্যাপারী পাড়া গ্রামে আশরাফুল ও হীরা বেগম দম্পত্যির মেয়ে নুসরাত হাবিবা (৪) নামের শিশু। দুদিন পর সোমবার ১১ সেপ্টেম্বর সকালে বাড়ির কাছে ঝোপ থেকে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। দেওয়ানগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠান এবং নিমাইমারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল কে আটক করেন দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান