নিজস্ব প্রতিবেদকঃ লক্ষীপুরে রামগঞ্জ উপজেলার কাশিমনগর গ্রামে প্রতারনার মাধ্যমে শ্বাশুড়ি খাদিজা বেগম ব্যবসায়ী ফয়সালের স্ত্রী রোকসানা আক্তারকে গুম করার অভিযোগ উঠেছে। সৃষ্ট ঘটনায় এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্রে জানায়,উপজেলার লামচর ইউপির কাশিমনগর গ্রামের হাজী জাহাবক্স বেপারী বাড়ির রফিকুল ইসলামের মেয়ে রোকসানা আক্তার একই গ্রামের কাজী বাড়ির ব্যবসায়ী ফয়সাল হোসেনের সাথে দীর্ঘ কয়েক বছর যাবত প্রেম চলে আসছে। উক্ত প্রেমের সুত্রধরে চলতি বছরের ১৫ অক্টোবর পালিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। বিয়ে মেনে নেওয়ার অঙ্গিকারে শ্বাশুড়ি খাদিজা বেগম জামাতা ফয়সাল হোসেনকে দিয়ে স্ত্রী রোকসানাকে বাড়িতে পাঠিয়ে দেয়। প্রতারক খাদিজা মেয়ে রোকসানাকে পেয়ে মিথ্যে আশ্বাস দিয়ে নানার বাড়ি নিয়ে শরীরিক ভাবে নির্যাতন করতে থাকে। গ্রামবাসী বিষয়টি জানতে পারতে ঢাকার এক আত্মীর ভাষা নিয়ে যায়। স্বামী ফয়সাল হোসেন বলেন, ঢাকার আত্মীয় এর বাসা থেকে আমার শ্বাশুড়ি খাদিজা বেগম আমার স্ত্রী রোকসানাকে অজ্ঞাত স্থানে নিয়ে গুম করে রেখে। আমি বার বার যোগাযোগ করেও কোন সন্ধান পাচ্ছি না। এ ব্যাপারে জানতে রোকসানার মা খাদিজা বেগমের ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে ফোন রিসিভ করে কেটে দেয়। এরপর বারবার ফোন দিলেও রিসিভ করেনি।
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান