রামগঞ্জ ( লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ থানা পুলিশ শুক্রবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে মৎস্য প্রজেক্টের মাছ চুরি মামলার আসামী আব্দুল মমিন ও মোঃ টিটুকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়ায় আব্দুল মমিন পুর্ব চন্ডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র এবং মোঃ টিটু একই গ্রামের মৃত ছানা উল্যার পুত্র। তারা এলাকার চিহিৃত চোর চক্রের সদস্য।
সুত্রে জানায়,গ্রেফতার হওয়ায় আব্দুল মমিন ও টিটুসহ সংগবদ্ধ চোরের দল ৭ই ফেব্রæয়ারী-২০২৪ রাতে চন্ডিপুর ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম সুমনের পুর্ব চন্ডিপুর মৎস্য প্রজেক্টে জাল দিয়ে বিপুল পরিমান মাছ চুরি করে। সৃষ্ট ঘটনায় চেয়ারম্যান বাদী হয়ে থানা চুরি মামলা দায়ের করলে শুক্রবার বিকেলে থানার এস.আই হুমায়ুন কবির বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ হেফাজতে আব্দুল মমিন ও টিটু মাছ চুরি করার কথা স্বীকার করেন।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, গ্রেফতার হওয়ার পওে আসামীরা স্বেচ্ছায় চুরির ঘটনায় স্বীকার করায় আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান