প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ২:৩৯ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকদের জামালপুর জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ মতবিনিময়
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারী শনিবার স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের বহুতল ভবনের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম। দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও যুগান্তর এর দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মদন মোহন ঘোষ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র আইনজীবি এডভোকেট ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ডিভিসি চ্যানেল ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক শুভ্র মেহেদী, নিউজ 24'র তানভির আজাদ মামুন, এনটিভি' র সাংবাদিক আসমাহুল আসিফ সহ অন্যান্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালেরকণ্ঠ সাংবাদিক তারেক মাহমুদ, ভোরের কাগজ সাংবাদিক বিল্লাল হোসেন, সমকাল সাংবাদিক আব্দুর রাজ্জাক মিকা, আজকের পত্রিকা সাংবাদিক মহসিন রেজা রুমেল, চ্যানেল এসটিভি সাংবাদিক ফারুক মিয়া, রাজধানী টিভি সাংবাদিক রশীদুল আলম শিকদার,সাংবাদিক দেলোয়ার হোসেন,রুদ্র বাংলা সাংবাদিক আনোয়ার হোসেন রুবেল, গণকন্ঠ সাংবাদিক ফরিদুল ইসলাম, দুর্জয় বাংলা সাংবাদিক হারুন অর রশিদ সহ অন্যান্য। বক্তাগন সাংগঠনিক অবস্থা,সাংবাদিকতার সেকাল, একাল, বর্তমান অবস্থা, সমস্যা, সংকট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছারাও দিক নির্দেশনা মুলক বিস্তারিত আলোচনা করেন সাংবাদিক নেতারা।
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান
Copyright © 2024 দৈনিক দেশ কালান্তর. All rights reserved.