দেশ কালান্তর ডেস্ক: দ্য ওয়ার্ল্ড কনফেডারেশন অফ বিজনেস (ওয়ার্ল্ডকব) পুরস্কার পেলেন আজদি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আল শাহরিয়ার আহমেদ। ২৫-২৮ মে দুই দিনব্যাপী কাজাখস্তানের শেরাটন হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ডকব। এই অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিশ্বব্যাপী ১শ বেশি অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ৪০টিরও বেশি দেশের ১০০ টিরও বেশি কোম্পানি বিভিন্ন শিল্পে তাদের কৃতিত্ব ও শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে। এই পুরস্কারটিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক শ্রেষ্ঠত্ব পুরস্কার হিসাবে বিবেচনা করা হয়। এটি ওয়ার্ল্ডকব দ্বারা প্রতিটি দেশের সবচেয়ে অসামান্য কোম্পানি এবং ব্যবসায়িক ব্যক্তিদের দেওয়া হয়। পুরস্কারটি আজদি ট্রিমস লিমিটেডের সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের একটি। এই পুরস্কারটি ব্যবসায়িক সুপারম্যাসিকে স্বীকৃতি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। আজদি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। আজদি ট্রিমস লিমিটেড প্রথম লেবেলিং কোম্পানি ওয়ার্ল্ডকব কনফেডারেশন অফ বিজনেসের এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জনকারি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে বক্ত প্রদানকালে শাহরিয়ার বলেন, এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য আমাদের কোম্পানিকে বেছে নেওয়ার জন্য আমি ওয়ার্ল্ডকবের জুরি সদস্যদের ধন্যবাদ জানাতে চাই। আমার কোম্পানির সব কর্মী ও কর্মচারীদেরকেও বিশেষ ধন্যবাদ। তারা আমাদের কোম্পানিকে বিশ্বের দরবারে তুলের ধরার জন্য সর্বোত্তম সহায়তা এবং প্রচেষ্টা প্রদান করে চলেছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত ব্যবসায়িক অংশীদার, ক্লায়েন্টদের তাদের দৃঢ় বিশ্বাস এবং অবিচ্ছিন্ন ব্যবসা বজায় রাখার জন্য, যা আমাদেরকে উদ্ভাবনের দিকে অনুপ্রাণিত করেছে। ৮০০০ মিলিয়ন মানুষের জন্য একটি পৃথিবী। আমাদের সুন্দরভাবে বেঁচতে হলে রক্ষা করতে হবে বন। আসুন বন উজাড় করা বন্ধ করি।আমাদের সকলের উচিত আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত যাতে একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা যায়। তাই, আর দূষণ নয়, আসুন সমাধানে অংশ নেই।
প্রধান সম্পাদক : মশিউর রহমান সোহান, সম্পাদক : বেলায়েত হোসেন বাচ্চু, নির্বাহী সম্পাদক : শাহে ইমরান