ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাকে সম্প্রসারণ করতে বাঘাইছড়িতে ত্রিপুরা স্টুডেন্ট ফোরা’র বই বিতরণ

ডেস্ক এডিটর
ডিসেম্বর ১২, ২০২৩ ৩:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

এস চাঙমা সত্যজিৎ ব্যুরো চীফ চট্টগ্রাম বিভাগঃ “মানসম্মত শিক্ষা গ্রহণ প্রযুক্তিতে দক্ষতা অর্জন ও পরিবর্তিত বিশ্বে টিকে থাকার যোগ্যতা অর্জনের মাধ্যমে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর” এই প্রতিপাদ্য বিষয়ের উপর রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার এসএসসি ও এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ ও একাদশ শ্রেণিতে অধ্যয়নরত অসচ্ছল ত্রিপুরা শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই ত্রিপুরা কমিউনিটি সেন্টারে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রকাশ ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রিয়ানন্দ চাকমা এবং গেস অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা। ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ, বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাকিল ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার সভাপতি বিদ্যুৎ শঙ্কর ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি জৌপুইথাং ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা, সাধারণ সম্পাদক অঞ্জুলাল ত্রিপুুরাসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, শিক্ষক, কার্বারী, এলাকার ত্রিপুরা শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, একটি জাতিকে আলোকিত করে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। মানসম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি আধুনিক শিক্ষায় নিজেকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। ঐক্য শিক্ষা প্রগতি এ তিনটি মূলনীতিকে ধারণ করে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ ১৯৯২ সালের ৩০ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।এ সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশে বসবাসরত ত্রিপুরা শিক্ষার্থীদের শিক্ষাকে সম্প্রসারণ করতে শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।