ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ইয়াবা ব্যবসায়ীর দোকানে মিললো আগ্নেয়াস্ত্র ও গুলি

ডেস্ক এডিটর
জানুয়ারি ১০, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

রাজবাড়ীর গোয়ালন্দে শাহীন মোল্লা ওরফে সাদ্দাম(৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে হাওয়া দিয়ে তাঁর দোকান ঘর হইতে ৩টি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ ‌।

গত বুধবার (৮ জানুয়ারি) রাত আটটার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পশ্চিম উজানচর মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে গিয়ে আগ্নেয় অস্ত্র উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে গোয়ালন্দঘাট থানার এসআই মাহবুব, এসআই জুয়েল, ও এস আই সেলিম সঙ্গীও ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের জন্য বুধবার রাত আটটার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের গোধূলি পার্ক এর সামনে অবস্থান নেয়‌‌। এ সময় সেখানে বেড়িবাঁধের পাশে পাকা রাস্তার উপর সাদ্দাম নামের ওই চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য ইয়াবা সরবরাহ করতে আসে। তখন উক্ত সাদ্দাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত মোটরসাইকেল যোগের পার্শ্ববর্তী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজারে
ড্রেজারের মালামাল রাখার গোডাউন তল্লাশীর এক পর্যায়ে গোডাউনের উত্তর-পশ্চিম দিক হতে
ধুলাবালির স্তুপের উপর প্লাস্টিকের তুষ ভর্তি বস্তার নিচে নীল পলিথিনের মধ্যে রক্ষিত ২টি লোহার তৈরি বিদেশি 7.65 পিস্তল ,১টি লোহার তৈরি বিদেশি 9 এম এম পিস্তল এবং উক্ত পিস্তলের ৭ রাউন্ড গুলি ৩টি শুন্য ম্যাগাজিন সহ একটি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

অভিযুক্ত সাদ্দাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন পাড়ার শাহজাহান মোল্লার ছেলে।

রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন,
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, তিনি বলেন, সাদ্দাম একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী সে আরও বিভিন্ন অপরাধের সাথে জড়িত তার বিরুদ্ধে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।