ঢাকাসোমবার , ১৭ জুলাই ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর উত্তরা সহ বিভিন্ন এলাকা থেকে চুরি ছিনতাই করা ৩৯টি মোবাইল সহ তিনজন গ্রেফতার করেছে র‍্যাব।

ডেস্ক এডিটর
জুলাই ১৭, ২০২৩ ৪:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

এ এর মজিদ শরিফ।

 

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১ এর সিপিসি তিন এর অভিযানিক দল, অ্যাডিশনাল এসপি মোহাম্মদ জুলফিকার এর নেতৃত্বে ১৬.০৭.২০২৩ ইং দুপুর ৩:২০ মিনিটে রাজধানীর দক্ষিণখান থানাদিন আজমপুর ফরিদ মার্কেট এ অবস্থিত গোপন সংবাদের ভিত্তিতে দুটি দোকানে তল্লাশি করে চুরি ছিনতাই হওয়া ৩৯টি মোবাইল সহ তিন জন গ্রেফতার করেছেন র‍্যাব।

 

র‍্যাবের তথ্যসূত্রে জানাজায় তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকার দামি দামি চুরি হওয়া মোবাইল গুলো আনঅফিসিয়াল মোবাইল সেট হিসাবে ক্রেতাদের সিমিতো দমে বুঝিয়ে দেন। এসব মোবাইল সেট তারা শাহিন মোল্লা সহ বিভিন্ন লোকের মাধ্যমে ক্রয় করে।

এ সমস্ত দামি সেটগুলো বিশেষ ডিভাইসের মাধ্যমে IMEI নাম্বার নষ্ট করে জিরো জিরো (000000) করে ফেলে।

 

সরল সোজা ক্রেতাদের কাছে বিক্রি করে কপি মোবাইল সেট ওসেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন হিসেবে বিক্রি করেন। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব এর একটি আভিধানিক ফোর্সেস অভিযান চালায়। প্রথমে, ফরিদ মার্কেট, মেসার্স রুমি এন্ড কোং নামের দোকান অভিযানে। দোকানের মালিক সুখদেব নাথ তাপস (২৮) তাহার স্বীকারোক্তিতে শাহিন মোল্লাকে উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করেন। শাহিন মোল্লার তথ্যের জানা যায় দামি দামি বিভিন্ন ব্রান্ডের মোবাইল গুলো আব্দুল্লাহপুর, এয়ারপোর্ট, আজমপুর,হাউজ বিল্ডিং থেকে যে সমস্ত মোবাইল গুলো ছিনতাই হয়। সমস্ত মোবাইলগুলো শাহিন মোল্লার হাতে জমা হয়।

 

দিনশেষে সন্ধ্যায় মেসার্স রুমি এন্ড কোং নামের দোকানের সীমিত দামে বিক্রি করেন। মেসার্স রুমি কোং দোকানটি চুটি ছিনতাইকারি মোবাইলের একটি ডিলার হিসেবে পরিচিত হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাওয়া যায় । মুরাদ খান(৪১) এর থেকে কিছু আন অফিসিয়াল মোবাইল ও সুখদেবনাথ তাপস (২৮) এর কাছে চুরি ছিনতাইসহ আন অফিসিয়াল মোবাইল ফোন পাওয়া যায়।

 

শাহিন মোল্লা(৩৩),এদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন।দুষ্কৃতকারী আসামিদেরকে দক্ষিণখান থানায় হস্তান্তর করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।