এস চাঙমা সত্যজিৎ
ব্যুরো চীফ চট্টগ্রাম বিভাগঃ
ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৬ বছর পূর্তিকে উপলক্ষ করে রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে দেওয়াল লিখন হয়েছে। পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের একদল নবীন কর্মী ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কাঁচা হাতে দেওয়াল লিখনের কাজটি করেন।
কাউখালি সদর এলাকার কচুখালী, কাউখালী সরকারি ডিগ্রি কলেজ, পোয়া পাড়া মডেল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন এলাকার দেওয়াল ও রাস্তায় বিভিন্ন শ্লোগান শোভা পাচ্ছে।
এসব শ্লোগানের মধ্যে লেখা আছে- “সত্য ও ন্যায়ের জয় অনিবার্য; মুক্তিকামী জনতার বিজয় অবশ্যম্ভাবী; হাসিনা-আসাদ উৎখাত হয়েছে, বিদায় ঘণ্টা বাজছে ফ্যাসিস্ট সন্তুরও; প্রতিষ্ঠার ২৬তম বার্ষিকীতে সংগ্রামী অভিবাদন; দালালি-লেজুড়বৃত্তিতে মুক্তি নেই, লড়াই সংগ্রামে সামিল হোন; রক্ত পিপাসু হায়েনাদের বরদাস্ত করবেন না;আত্মশক্তিই আসল শক্তি, সংগঠিত হোন; মৌনতা অপরাধ, নিষ্ক্রিয়তা আত্মঘাতী, প্রতিরোধেই মুক্তি; স্বজাতির রক্ত পিপাসু হায়েনাদের বরদাস্ত করবো না; দাসসুলভ বশ্যতা মানতে না চাইলে ইউপিডিএফ-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হোন” প্রভৃতি।
দেওয়াল লিখনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী শাখার সভাপতি রত্না চাকমা বলেন, “দেওয়াল লিখন আমার জন্য নতুন অভিজ্ঞতা। এই প্রথম দেওয়ালে কিছু লিখতে গিয়ে খুবই ভালো লেগেছে। সামনে আবার লিখবো।”
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৬ বছর পূর্ণ হবে। এ উপলক্ষ্য ইউপিডিএফের কাউখালী ইউনিটের উদ্যোগে দেওয়াল লিখনসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।