সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় একটি পরিবারের চলাচলের পথ দীর্ঘ বছর ধরে অবরুদ্ধ থাকায় পৌরসভার উদ্যোগে অভিযান চালিয়ে মুক্ত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো. নাছিম রেজা।বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের খাদ্য গুদামের পূর্ব পার্শ্বে এ অভিযান পরিচালিত হয়।
আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মো. আলাউদ্দিন তালুকদার দেয়াল করায় লিপি বেগমের পরিবার আসা-যাওয়ার পথসহ পানি ও বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর অবমুক্তি ও সুষ্ঠু তদন্তের দাবি জানিনে লিপি বেগম একটি আবেদন করেন। এছাড়া, পৌরসভার বিভিন্ন স্থানে আরও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাছিম রেজা জানান, পৌরসভার আইনে কারও জায়গার পিছনে কোন ঘর থাকলে সেই নাগরিকের মৌলিক অধিকারের ব্যবস্থা গ্রহন করতে হবে। সে অনুযায়ী অভিযান চালিয়ে চলাচলের রাস্তা অবমুক্ত করা হয়েছে।