এস চাঙমা সত্যজিৎ
ব্যুরো চীফ চট্টগ্রাম বিভাগঃ
“প্লাষ্টিক পলিথিন মুক্তদেশ গড়তে এগিয়ে আসুন” এই শ্লোগানে পরিবেশ রক্ষা কমিটি ও সচেতন ছাত্র-যুব সমাজের উদ্যোগে রাঙামাটির বাঘাইছড়িতে সপ্তাহব্যাপী পরিষ্কার অভিযান চলছে। এছাড়া ইউপিডিএফের উদ্যোগেও চলছে একই কর্মসূচি।
বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের করেঙাতলী বাজার ও সাজেক ইউনিয়নের উজোবাজারে পৃথক পৃথকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এর আগে মঙ্গলবার বাঘাইহাট বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করা হয়।
করেঙাতলী বাজারে পরিষ্কার অভিযানে নেতৃত্ব দেন ৩৫নং বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা ও বঙ্গলতলী সি ব্লকের কার্বারী জ্যোতিময় চাকমা।
এ সময় পরিষ্কার অভিযানের গুরুত্ব তুলে ধরে জ্ঞান জ্যোতি চাকমা বলেন, প্লাষ্টিক পলিথিন মাটিতে পড়লে এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হয়, যা মাটির উর্বরতা কমে যায় এবং প্রাকৃতি পরিবেশের ক্ষতিকর প্রভাব ফেলে। তাই বাড়ি, দোকান, রাস্তাঘাটে যত্রতত্র প্লাষ্টিক-পলিথিন জাতীয় দ্রব্য না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে।
জ্যোতিময় চাকমা বলেন, আমাদের সুস্থভাবে বাঁচতে হলে পরিবেশকে সুরক্ষা রাখতে হবে। নিত্য ব্যবহার্য প্লাষ্টিক-পলিথিন যেখানে সেখানে ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে ফেলে সেগুলো পুড়িয়ে ধ্বংস করতে হবে। তিনি পরিবেশ সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, উজোবাজারে পরিষ্কার অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ রক্ষা কমিটির সদস্য বাবুধন চাকমা ও গঙ্গারাম মুখ গ্রামের কারবারী জোতি লাল চাকমা।
বাবুধন চাকমা বলেন, প্রকৃতিকে যদি ভালোবাসি অবশ্যই প্রকৃতি আমাদের সাথে বেঈমান করবে না। প্রকৃতিতে সুস্থ রাখলে প্রকৃতিো আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করবে।
তিনি আরো বলেন, আমাদের প্রত্যেকের বাড়ি, দোকানপাট ও চৌরাস্তায় ডাস্টবিন রাখা দরকার। পরিবেশ রক্ষার স্বার্থে নিত্য ব্যবহার্য পলিথিন-প্লাষ্টিক যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে পুড়িয়ে ফেলতে হবে। এছাড়াও পঁচনশীল জাতীয় দ্রব্য নির্দিষ্ট গর্ত কুঁড়ে ফেলা দরকার।
জোতি লাল চাকমা ছাত্র যুব সমাজকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে হলে আমাদের অবশ্যই পরিবেশ সুরক্ষা রাখতে হবে। দোকানপাট, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্লাস্টিক-পলিথিন বর্জ্যগুলো পুড়িয়ে ধ্বংস করতে হবে।
ইউপিডিএফের উদ্যোগেও পরিষ্কার অভিযান চালিয়ে যাচ্ছে বলে সূত্র জানিয়েছে পরিবেশ রক্ষা কমিটি ও সচেতন ছাত্র-যুব সমাজ ছাড়াও ইউপিডিএফও ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ইউপিডিএফ সংগঠক কমন চাকমার নেতৃত্বে নেতা-কর্মীরা বিভিন্ন বিহার, বাজার, দোকানপাট ও বিদ্যালয়ে পরিষ্কার অভিযান পরিচালনা করেন।
এ সময় ইউপিডিএফ সংগঠক কমন চাকমা বলেন, আমাদের পার্টি জনগণের সেবায় নিয়োজিত রয়েছে। ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে উপলক্ষ করে জনগণের সুবিধার্থে কাঠের সেতু নির্মাণসহ অসহায়দের ঘর নির্মাণ করে দেয়ার কাজ করছে। পরিবেশ নিয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে পরিষ্কার অভিযান চালানো হচ্ছে। মানুষের সুস্থভাবে বাঁচার জন্য পরিবেশ সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর জন্য প্লাস্টিক-পলিথিন বর্জ্য ধ্বংস করা খুবই জরুরী। কারণ প্লাস্টিক-পলিথিন একদিকে যেমন পরিবেশের ক্ষতি করে থাকে, অন্যদিকে মাটির উর্বরতাও নষ্ট করে দেয়। তাই আমাদের সবাইকে পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে এবং যত্রতত্র প্লাস্টিক-পলিথন ফেলে পরিবেশ নষ্ট করা যাবে না।
এস চাঙমা সত্যজিৎ
ব্যুরো চীফ চট্টগ্রাম বিভাগ দৈনিক দেশ কালান্তর।।