আমি ছিলাম হাসিখুশি আনন্দ মাখা মুখ,
বিধাতা কেন কেড়ে নিল
আমার সকল স্বর্গ সুখ।
যার হাসিতে মুক্ত ঝরতো
কত মানুষ ছিল পাগল
বুঝতে পারি নাই,
২০ বছর পর আসবে
আমার জীবনে কঠিন পরীক্ষা।
হয়ত মানুষের অভিশাপ পেয়েছি
আমি ভালোবাসাকে
প্রত্যাখ্যান করে,
আমি তো একা, শুধু একা
আমি তো চাই, ডানা মেলে
এ পৃথিবীটাকে দেখতে?
ভাগ্য আমার হয়নি কো
স্বামীকে আঁচলে ধরে রাখতে।
কি দোষ করেছিলাম আমি
বুঝিতে পারি নাই অপরাধ।
কখনো কাউকে না বুঝে
কথা দিব না চলার পথে।
ওয়াদা বড় কঠিন জিনিস
যদি না পারি পালন করতে,
ভালোবাসা অনেক কঠিন
যদি না পারি ধরে রাখতে।
বুঝি না তো আগে,
বিধাতা আমায় দিয়েছে
অনেক শক্তি,
কত মানুষ পেলাম
ফেসবুকে, ভালো মন্দ মিশে
যেতে হবে অনেক দূরে
ক্লান্ত করা যাবে না শরীর
কত পথ পাড়ি দিতে হবে
জেসমিনকে একাকী পথে।
জেসমিন আক্তার,ঢাকা,মিরপুর
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।