ঢাকারবিবার , ২৮ জুলাই ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কি দোষ ছিল ওদের ?

ডেস্ক এডিটর
জুলাই ২৮, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

কাজী ছাব্বীর 

নির্বিচারে বুলেটের আঘাতে

অকালে ঝরে গেল অজস্র টগবগে  তাজা প্রাণ,

যারা ছিল আগামীর ভবিষ্যৎ,

ছিল স্বপ্নের বাজিকর,

লুটিয়ে পড়লো মাটিতে

কাতরাচ্ছে তীরবিদ্ধ পাখির মতো,

আকাশে বাতাসে যন্ত্রণার করুণ আর্তি,

      কি দোষ ছিল ওদের?

যারা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিল,

যারা মেধাসম্পন্ন জাতি হিসেবে

বিশ্বের দরবারে ঋজু শিরদাঁড়ায় ‌দাঁড়াতে চেয়েছিল,

ওদের সব স্বপ্নভঙ্গ হয়ে গেল!

কি দোষ ছিলো ওদের ?

মুক্তিযুদ্ধের চেতনায় যারা রুটি রুজির

বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল,

যারা স্বাধীন দেশে মেধা’র অধিকার চাইতে গিয়ে

নগ্ন হামলায় শিকার হলো,

ওরা কারা?

রক্ত গঙ্গা বইয়ে দিল এই বাংলামায়ের বুক!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  দেশপ্রেমের ঝান্ডা নিয়ে,

বঙ্গবন্ধুর শেখানো পথেই হেঁটেছিল ওরা,

সাংবিধানিক অধিকার চাইতে গিয়ে টগবগে যুবক,

অবশেষে বুলেটবিদ্ধ লাশ হয়ে ফিরতে হলো মায়ের কোলে,

কি দোষ ছিল ওদের?

৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত

ন্যায়ের অধিকারের দাবি করতে গিয়ে,

 খালি হল শত শত মায়ের বুক,

মায়ের চোখের জলে ভেসে চলেছে পদ্মা, মেঘনা, যমুনা,

দুই লক্ষাধিক মা-বোনের সম্ভ্রম হারানোর  অর্জিত অধিকার,

ফিরিয়ে আনতে গিয়ে,

 মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজ নতুন উত্তরাধিকার,

কি দোষ ছিল ওদের?

এক সাগর রক্তের বিনিময়ে  অর্জিত

স্বাধীন দেশে বিজয়ের গান গাইতে গিয়ে

বাংলার স্বাধীনতা আজ গুলিবিদ্ধ!

 জীবন প্রাণভিক্ষা করছে মৃত্যুর দুয়ারে,

তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর ওরা,

জীবনের গান গাইতে চেয়েছিল,

চেয়েছিল গড়তে স্বপ্নের জন্মভূমি,

কি দোষ ছিল ওদের?

বাবার কাঁধে সন্তানের লাশ

কতটা যে ভারী বুঝে সে জন…

সন্তান হারানোর বেদনায়

কেঁদে-কেঁদে রাত পোহায় যে জন…

কি দোষ ছিল ওদের?

এই নৃশংস বর্বরোচিত অত্যাচারের দায় কার ?

ওরা কারা ?

বাংলাদেশ-কে মেধাশূন্য করার ষড়যন্ত্রে যারা লিপ্ত,

৭১-এ বুদ্ধিজীবি হত্যায় যারা

উল্লাসে মেতে উঠেছিল,

এরা কি তাদেরই বংশধর ?

ওরা নয় ওরা নয়,

কাঁদছে বাংলার আকাশ বাতাস নদী পর্বত,

 কাঁদছে বাংলার স্বাধীনতা,

কাঁদছে ত্রিশ লক্ষ শহীদের অন্তরাত্মা!

দুই লক্ষাধিক সম্ভ্রমহারা মা-বোনের

করুণ আর্তনাদে

আজ কাঁদছে বঙ্গবন্ধুর সোনার বাংলা।

লেখক পরিচিতি:

কবি, ঔপন্যাসিক, কলামিস্ট ও রাজনৈতিক কর্মী

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।