ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জ প্রেস ক্লাব থেকে সাবেক ৩ সভাপতিসহ ৮ সাংবাদিকদের পদত্যাগ

ডেস্ক এডিটর
অক্টোবর ১, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি ঃ লক্ষীপুরের রামগঞ্জ প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাবের নির্বাচিত সাবেক তিন সভাপতিসহ শীর্ষস্থানীয় পত্রিকার আট সাংবাদিক সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন।
চলমান কার্যকরি কমিটির সদস্যদের দায়িত্বে অবহেলা, দীর্ঘদিন থেকে মাসিক ও সাধারণ সভার আয়োজন না করা, গঠনতন্ত্র সংশোধন না করে কমিটির কার্যক্রম অব্যাহত রাখা, প্রেস ক্লাবের তহবিলের টাকা ব্যাংক একাউন্টে না রেখে ব্যাক্তিগত একাউন্টে রাখা, এসিসহ প্রেস ক্লাবের মূলব্যান মালামাল ব্যাক্তি স্বার্থে ব্যবহার করা এবং প্রেস ক্লাবের আয় ব্যায়ের হিসাবে স্বচ্ছতা না থাকার অভিযোগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মাহমুদ ফারুক, সাবেক সভাপতি ও ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, সাবেক সভাপতি ও মানবকণ্ঠের প্রতিনিধি সাখাওয়াত হোসেন জাহাঙ্গির, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যায়যায়দিনের প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি জাকির হোসেন সুমন, প্রেস ক্লাবের সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক আমার দেশ/ আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মাসুদ রানা মনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন ও দৈনিক আজকের দর্পন রামগঞ্জ প্রতিনিধি কনক মজুমদারসহ ৮জন সংবাদকর্মী।
তারা প্রত্যেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগকৃত সাংবাদিকগণ তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ক্ষোভ প্রকাশ করে জানান, সাংবাদিকতা পেশায় কোন ধরনের যোগ্যতা না থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি তৎকালীন সরকারের কতিপয় নেতাদের প্রভাব খাটিয়ে রামগঞ্জ প্রেস ক্লাবে সদস্যপদ অর্জন করেন।
এই সদস্যদের ব্যবহার করে তথাকথিত নেতারা পেশাদার সাংবাদিকদের নানাভাবে হয়রানি ও হেনস্তা করছেন। পদত্যাগী সাংবাদিকদের সাথে কথা হলে তারা জানান, “পেশীশক্তি নয়, পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে আমরা নতুন করে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দায়িত্ব পালন করবো।”

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।