নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। গত ১লা জুন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(বিএমইউজে) কেন্দ্রিয় কমিটির অনুমোদনে এস এম তারেক নেওয়াজ সম্পাদক ভোরের বার্তা ( জনকন্ঠ হোসেনপুর) কে সভাপতি ও খায়রুল ইসলাম কালের নতুন সংবাদের সম্পাদক ও দৈনিক নওরোজ এর জেলা প্রতিনিধিকে সাধারন সম্পাদক করে ১৯ সদস্যের কিশোরগঞ্জ জেলা কমিটি হয়েছে। এতে সিনিয়র সহ- সভাপতি মোঃ খায়রুল ইসলাম ভূইয়া সম্পাদক হাওর টাইমস জেলা প্রতিনিধি দৈনিক স্বাধীনমত,সহ-সভাপতি সন্জিত শীল ডেইলি পোস্ট আমার সংবাদ( হোসেনপুর), মোঃ মাসুদ মিয়া সহ-সাধারন সম্পাদক দৈনিক বিশ্বমানচিত্র,যুগ্ন সাধানর সম্পাদক মোঃ শামীম আহম্মদে বার্তা সম্পাদ্ক সাপ্তাহিক অবলম্বন, বাংলাটেলিভিশন(ভৈরব), মোঃ সোহেল রানা সাংগঠনিক সম্পাদক,দৈনিক রূপালীবার্তা ও বার্তা সম্পাদক কালের নতুন সংবাদ, মাোঃমাহফুজুল হক খান ঝিকু সহ -সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সংগ্রাম,মোঃ মিজানুর রহমান রিপন অর্থসম্পাদক দৈনিক আজকালের সংবাদ,হুমায়ুন রশিদ জুয়েল দপ্তর সম্পাদক দৈনিক ভোরের আকাশ/বাংলাদেশ সময়,এস এম রিফাত প্রচার সম্পাদক স্টাফ রিপোর্টার দৈনিক আলোকিত সকাল,ছাইদুর রহমান লিটন প্রকাশনা সম্পাদক দৈনিক আইন বার্তা,মোঃ মনির হোসেন সাংস্কৃতিক সম্পাদক সাউথ এশিয়ান টাইমস/বার্তা সম্পাদক দৈনিক আমার বাংলাদেশ,শামসুল হক মামুন সমাজ কল্যান সম্পাদক অপরাধ জগত, কার্যাকরি সদস্য মাহবুবুল আলম নজরুল, দৈনিক লাল সবুজের দেশ,আসাউজ্জামান জুয়েল দৈনিক বিজয় বাংলাদেশ,রাকিব ভুইয়া দৈনিক আজকের সারাদিন,মোঃ সাগর মিয়া ডেইলি বাংলাদেশ/ দৈনিক অধিকার(হোসেনপুর), মোঃ রফিকুল ইসলাম দৈনিক সন্ধ্যাবানী