লেখক আসমিরা খানম
রবিবার ১০ই ডিসেম্বর ২০২৩
পিঁয়াজ তোকে নিয়ে সমালোচনার শেষ নেই, তোর নাকি ঝাঝ কমেনা কেন বলতে পারিস?
এতে করে তোর অহংকার অনেক বেড়ে গেছে।
আমার তোরা দাম বাড়াস কেন?
আমি তো সব দেশেই আছি শুধু এই দেশেই আমার দাম বেশী।
পিঁয়াজে মাথা তোরা তোদের মাথায় শুধুই ঝাঝ।
তোরা কেউ ভাল না চোর তাই ঐ ফাঁকে আমি আমার দাম বাড়িয়ে ফেলি।
ঈদ আসলে তোদের মাথায় ঠিক থাকেনা পোলাও খাবো টিকিয়া খাবো ভুনা খাবো চচ্চড়ি খাবো পেটুক শুধু খায় খায় করিস।
এই জন্যে তো তোদের পিঁয়াজে মাথা দাম তো বাড়বেই।
পাশের দেশে ওদের ওসব ঝামেলা নেই একটা লেড়ো বিস্কুট আর এক কাপ চা পেলে ওদের কাজের স্পীড বেড়ে যায় কত?
তোরা কালাভূনা পোলাও কোরমা খেয়ে এমন ঘুম দিস আর যাতে না ফিরে আসতে হয়।
পিঁয়াজের দাম বাড়বে নাতো তোমার দাম বাড়বে?
শুধু কি আমি পিঁয়াজ ?
কলি যখন হয় সেটার আরেক মজা আলু দিয়ে মিশামিশি করে যে ভাজাটা হয় ঐটার আরেক স্বাদ যেন মুখে লেগে থাকে গরম রুটি দিয়ে খাও যে একটা দুটো খায় সে পাঁচ দশ খানা খেয়ে ফেলবে তাহলে আমার দাম হবে নাতো তোমার?
রসুন আমার জাত ভাই সারা বছর মরিচ পিয়াজ রসুন আদা আমরা চারজন সব সময় যুক্তি করি হাত ধরাধরি করতে গিয়ে আদার আঙ্গুল সব বাঁকা আর কোনদিন সোজা হলোনা।
আদা তো বিশেষ বিশেষ জিনিসে আর আমি কোন জিনিসে না লাগি যাইহোক এই আমার নিয়ে বিশ কোটি মানুষের মাথা ব্যথা তাহলে বুঝ সংসদ সদস্য হতে চাইলে ওরা আমার কিছুই দেখবে না।
শুধু দেখবে আমি ‘কাঁচা না শুকনো,!! আমি কাচা থাকলে কিছু ভোট পাবো কিন্ত শুকনোর ডিমান্ড বেশী আমাকে লুকিয়ে দেবে সামনে দিতে গেলে হাত ভেঙে দেবে ওহ বাপরে!! ঝামেলাও আছে। সব মানুষ আমার দিকে করুন ভাবে তাকায় কিন্ত বড়লোক রা খপাখপ নিচ্ছে কোন অসুবিধা নেই ঝামেলা ঐ গরীবের।।