ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে মাইনুদ্দিন মন্ডল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডেস্ক এডিটর
জানুয়ারি ২৮, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল হোসেন স্টাফ রিপোর্টার রাজবাড়ীঃ মাদককে না বলি আর ফুটবলকে হ্যাঁ বলি এই স্লোগানকে সামনে রেখে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ২৭শে জানুয়ারি রোজ শনিবার রাত ৮ ঘটিকার সময় স্থানীয় শহীদ বীর মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে মাইনুদ্দিন মন্ডল স্মৃতি সংসদের আয়োজনে মাইনুদ্দিন মন্ডল স্মৃতি প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই ক্রিকেট টুর্নামেন্ট খেলাটি উদ্বোধন করেন এবং শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার ট্রফি বিতরণ করেন। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী, সংক্ষিপ্ত আকারে আরও বক্তব্য রাখেন,পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রানো বন্ধু বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নিবার্হী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, রাজবাড়ী জেলা পরিষদের দুই নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস হোসেন মোল্লা, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম , গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিক মিয়া, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ও উপজেলাআওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রাব্বানী,গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, রাতুল আহমেদ পৌর ছাত্রলীগের সভাপতি প্রমুখ। উক্ত ফাইনাল খেলায় আফ্রিদি ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে দৌলতদিয়া ইয়াংরেঞ্জার চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইস মানি অর্জন করে। মাইনুদ্দিন মন্ডল স্মৃতি প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের আহ্বায়ক “বাকি” বলেন,গোয়ালন্দ উপজেলায় যুব সমাজকে মাদক ও মোবাইল গেমস থেকে দূরে রাখতে আমার এই উদ্যোগ আমি চাই সারা বাংলাদেশের যুবকরা খেলায় মেতে থাকুক। সার্বিক সহযোগিতায়-লন্ডন প্রবাসী মোঃ সিরাজুল ইসলাম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।