ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ডেস্ক এডিটর
মে ২৭, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সুনামধন্য প্রাইভেট শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘ আটোয়ারী কিন্ডার গার্টেন ’ এর তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আটোয়ারী কিন্ডার গার্টেনের আয়োজনে গত বৃহস্পতিবার (২৫ মে) থেকে শুরু হয়ে শনিবার ( ২৭ মে) পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল কর্মসূচি সুষ্ঠভাবে সম্পন্ন হয়। তিন দিনব্যাপি প্রতিযোগিতায় দৌড়, টেনিস বল ছোড়া, বেলুন ফাটানো,মোরগ লড়াই, ভারসাম্যের দৌড়, অংকের দৌড়, হাতি উড়ে, জল- ডাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ, পাতিলে বল নিক্ষেপ সহ ৬১ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ প্রায় তিন শতাধিক প্রতিযোগি অংশ নেয়। এছাড়াও কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, দেশের গান, নজরুল ও রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার ( ২৭ মে) আটোয়ারী কিন্ডার গার্টেন চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। কিন্ডার গার্টেনের সিনিয়র শিক্ষক মোঃ নাজিরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ. মান্নান। আরো বক্তব্য রাখেন, দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী নুরল ইসলাম প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।