নাজমুল হোসেন স্টাফ রিপোর্টার রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আসন্ন রমজান মাসের ইউনিয়নের মানবিক চেয়ারম্যান হিসেবে পরিচিতি আব্দুর রহমান মন্ডল নিজ অর্থায়নে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ১|চর দৌলতদিয়া ওমর ইবনে খাত্তাব(রাঃ) জামে মসজিদ,২| চর দৌলতদিয়া দুলাল ব্যাপারীর পাড়া জামে মসজিদ, ৩| চর দৌলতদিয়া আলাউদ্দিন মাস্টার বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ, ৪| চর দৌলতদিয়া তমেউদ্দিন মৃধার পাড়া জামে মসজিদ, ৫| আনকের শেখের পাড়া জামে মসজিদের রোজাদারদের মধ্যে মেহমানদারী ও ইফতার বিতরণ কার্যক্রম শুরু করছেন।
২৮ শে মার্চ বৃহস্পতিবার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাঁচটি মসজিদে রোজাদারদের জন্য মেহমানদারী ও ইফতার বিতরণ করেছে।
তা ছাড়াও দৌলতদিয়া ইউনিয়নের অসহায় পরিবারদের মাঝে টিউবওয়েল বিতরণ, অসহায় মানুষের কন্যার বিয়ের সহযোগিতা,অসুস্থ মানুষের চিকিৎসা সেবা, মসজিদ ও ধর্মীয় অনুষ্ঠানে উন্নয়নমূলক কাজ ছাড়াও অনেক উন্নয়নমূলক কাজ করে চলছে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, আমার ইউনিয়নে
সকল মসজিদেই অনেক রোজাদার ইফতারি করেন। এছাড়াও অন্য কেউ ইফতারি না দিলেও আমি প্রত্যেক মসজিদে জন্য ইফতারির ব্যবস্থা করেছি। তাছাড়া ইফতারির সাথে বিরানির ব্যবস্থা থাকে। রমজান মাসে এক টাকা বিতরণ করলে ৭০ গুণ ছোয়াব পাওয়া যায়। এজন্য আমি আল্লাহর রাস্তায় বিনিয়োগ ও করতে শুরু করছি।
তিনি আরো বলেন, আবার ইউনিয়নে ৪৩ টি মসজিদ আছে আজকে পাঁচটি মসজিদে ইফতারি বিতরণ করেছি পর্যায়ক্রমে সবগুলো মসজিদেই ইফতারির ব্যবস্থা করব ইনশাআল্লাহ।