ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শিবচ‌রে রাষ্ট্র কাঠা‌মো মেরাম‌তের ৩১দফার লিফ‌লেট বিতরন

ডেস্ক এডিটর
নভেম্বর ২৪, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাকিবুল হাসান(রকি)

শিবচর প্রতি‌নি‌ধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদারীপু‌রের শিবচ‌রে জনসাধার‌নের মা‌ঝে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

এসময় কেন্দ্রীয় ছাত্রদ‌লের সহসভা‌প‌তি সোহেল রানাসহ উপ‌স্থিত ছি‌লেন জেলা ছাত্র দ‌লের আহব্বায়ক মে‌হেদী হাসান, সদস‌্য স‌চিব কামরুল হাসান, শিবচর উপ‌জেলা ছাত্রদ‌লের আহব্বায়ক ইম‌তিয়াজ আহ‌মেদ খান তুরাগ, সদস‌্য স‌চিব সাইদুর রহমান বেপারী, পৌর ছাত্রদ‌লের আহব্বায়ক সাইদ হাসান শিহাব, সদস‌্য স‌চিব রিয়াজ গোমস্তা প্রমুখসহ ছাত্রদ‌ল, য‌ুবদল, স্বেচ্ছা‌সেবক দ‌লের নেতা-কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে এ লিফ‌লেট বিতরন কার্যক্রম ক‌রা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, দীর্ঘদিন পর দে‌শের মানুষ স্বাধীনতা পে‌য়ে‌ছে। প্রাণ খু‌লে এখন সবাই কথা বল‌তে পা‌রে, প্রতিবাদ কর‌তে প‌া‌রে। আমরা চাই এই ধারা অব‌্যাহত থাক। তা‌রেক জিয়ার নি‌র্দেশে রাষ্ট্র কাঠা‌মো মেরাম‌তের ৩১দফা রূপ‌রেখা সাধারন মানু‌ষের কা‌ছে পৌ‌ছে দি‌চ্ছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।