মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিকট থেকে বিনামূল্যে সার ও বীজ পেয়েছে ৭ হাজার কৃষক। সোমবার সকালে সার ও বীজ বিতরন উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে এক সভার আয়োজন করা হয়।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছার সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। সভায় বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম , উপজেলা শিক্ষা অফিসার সফিউল আলম, মহিলা বিষয়ক কর্মকতার্ রুপ কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুর রহমানসহ প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. ইছা জানান, চলতি বছর রবি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৭ হাজার ৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, সূর্যমুখী, ভুট্টা, ফেলন ডাল , গম, চিনাবাদাম, খেসারী, মুগ , হাইব্রিড ব্রো বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।