ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা

ডেস্ক এডিটর
নভেম্বর ২৫, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ২৫ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ,সহ-সভাপতি সৈয়দ নাজমুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সুব্রত রায়,উপজেলা সমবায় কর্মকর্তা রিয়াদ খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম,উপজেলা খাদ্য কর্মকর্তা শাহানা পারভীন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান। উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে অর্থনৈতিক শুমারীর অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।এসময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা আইন শৃঙ্খলাসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।