ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে অগ্নিদগ্ধে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক এডিটর
নভেম্বর ২৫, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

নাজমুল হোসেন স্টাফ রিপোর্ট-

গোয়ালন্দ উপজেলার উদানচর ইউনিয়নের নবুওমুদ্দিন পাড়া বন্ধুদের সাথে জোলাপাতি খেলতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে নুসরাত আক্তার নিধি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।নিধি স্থানীয় অবসরপ্রাপ্ত নজরুল ইসলামের মেয়ে এবং ৫ নং নবওমুদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

জানা যায় তিন সাপ্তাহ আগে সহপাঠীদের সাথে খেলাধুলার সময় দুর্ঘটনাক্রমে একটি অগ্নিকাণ্ড ঘটে এতে নিধির শরীরে থাকা কাপ কাপড়ে আগুন ধরে যায়। ফলে সে অগ্নিদগ্ধ হয়। প্রথমে নিধিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থা উন্নতির না হলে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসার পর রবিবার ২৪ নভেম্বর ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।