ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রাতের আঁধারে কৃষকের ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

ডেস্ক এডিটর
নভেম্বর ২৯, ২০২৪ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

নাজমুল হোসেন স্টাফ রিপোর্টার-

রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর মহিদাপুর গ্রামের ৩ চাষির ১৬ বিঘা জমির পিঁয়াজ ও মিষ্টি কুমড়ায় পচন বিষ ও কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান, ভুক্তভোগী চাষি মুক্তার হোসেন ।

বৃহস্পতিবার দুপুরের পর ওই চাষির কৃষি জমিতে গিয়ে দেখা যায় তিনি আহাজারি করছেন। স্থানীয়রা জানান, গত ২৫ নভেম্বর সোমবার দিবাগত রাতে মুক্তার হোসেন ও কয়েকজন কৃষকের ১৬ বিঘা জমিতে পিঁয়াজ ও মিষ্টি কুমড়া  কেবা কারা কেটে ফেলে।

ভুক্তভোগী মুক্তার হোসেন,জয়নাল শেখ ও সোহাগ গাজী জানান, উজানচর ৯ নং ওয়ার্ড এলাকার মহিদাপুর চরের লেবুর বাগানের পাশে ৪ বিঘা জমিতে পেঁয়াজ ও ১২ বিঘা জমিতে মিষ্টি কুমড়া রোপন করেছিলাম। আনুমানিক ৮/১০ লক্ষ টাকা খরচ করেছি। সব মিলে ২০ লক্ষ টাকা বিক্রি করব এই আশায়। এই জমি নিয়ে স্থানীয় বাচ্চু নামে এক যুবকের সাথে পূর্ব থেকে বিরোধ ছিল আমাদের। বিরোধ মীমাংসায় আমি ৫৫ হাজার টাকাও তাঁকে দিয়েছি। গত ২৫ নভেম্বর সোমবার রাতে আমার কৃষি জমিতে দুর্বৃত্তরা ফসল কেটে দিয়েছে। আমাদের সন্দেহের মধ্যে বাচ্চুই এই কাজটি করেছে বলে আমরা মনে করি।

এ ব্যাপারে অভিযুক্ত বাচ্চুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ফসল ক্ষতির ব্যাপারে মুক্তার এর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।