ঢাকারবিবার , ৯ জুলাই ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পটিয়া উত্তর খরনা আঞ্চলিক  ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ডেস্ক এডিটর
জুলাই ৯, ২০২৩ ৭:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-পটিয়া উত্তর খরনা তেতুল ভিটা তরুণ সংঘ স্পোটিং ক্লাব আয়োজিত আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল স্থানীয় সুজানগর মাঠে অনুষ্ঠিত হয়। এতে রুদ্র পাড়া ফুটবল একাদশ ২-১ গোলে খীল পাড়া ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রপি প্রদান করেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সিজেকেএস নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চক্রশালা যুব ক্লাবের সাবেক সভাপতি বাবু অঞ্জন রুদ্র, খরনা ইউপি সদস্য শেফালী রুদ্র, তরুণ সংঘ স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ মহসিন, সাধারণ সম্পাদক বসু রুদ্র, মোঃ ইউসুফ, নেপাল রুদ্র, শিবু রুদ্র, জাহাঙ্গীর আলম, আবদুল আলম, মোঃ সুমন, মোঃ পারভেজ, আবু তাহের, জিসান রুদ্র, বিপ্লব রুদ্র, প্রনব রুদ্র, প্রিয়সেন রুদ্র, জয়সেন রুদ্র, প্রকাশ রুদ্র, শিমুল রুদ্র, বিধান রুদ্র প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।