ঢাকারবিবার , ৩০ জুন ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জ পৌরসভার ১১১ কোটি টাকার বাজেট ঘোষণা

ডেস্ক এডিটর
জুন ৩০, ২০২৪ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ  লক্ষীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার সভাকক্ষে প্রস্তবিত ১১১ কোটি ৬২ লাখ ৬ হাজার ৪৪৪ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবুল খায়ের পাটোয়য়ারী। বাজেটে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১০৪ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৪৪ টাকা।সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৭ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা। বাজেটে রাজস্ব আয় ১৪ কোটি ৮৬ লাখ এবং রাজস্ব ব্যয় ১২ কোটি ৬৭ লাখ ১ হাজার টাকা দেখানো হয়েছে।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী বলেন,রামগঞ্জ পৌরসভাকে একটি নান্দনিক, যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পৌর পরিষদ নিরলস ভাবে কাজ করছে। আগামী এক বছর পৌরসভার বিভিন্ন উন্নয়ন হবে দৃশ্যমান। তবে পৌরসভায় প্রয়োজনীয় ড্রেন কখনো হবে না। এক বছরেও বিরেন্দ্র খাল সংস্কারে ফাইল প্রস্তুত করে দিচ্ছে না সংশ্লিষ্ঠ প্রকৌশলী।
পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের উপস্থাপনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিসাব রক্ষক মো. ইব্রাহিম মিয়া,কাউন্সিলর দেলোয়ার হোসেন,মেহেদী হাসান ফয়সাল,সহিদ উল্যাহ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম ও ফারজানা মজুমদার (জনি) সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।