ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সৌখিন দৌড়বিদদের সংগঠন ‘টিম ধানমন্ডি’র ফ্রেন্ডশিপ রান

ডেস্ক এডিটর
ডিসেম্বর ৭, ২০২৪ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

শাহে ইমরান : রাজধানীর অন্যতম বড় সৌখিন ও অপেশাদার দৌড়বিদদের সংগঠন টিম ধানমন্ডি আজ ৭ ডিসেম্বর ২০২৪ “ধানমন্ডি ফ্রেন্ডশিপ টেন কে ২০২৪” শিরোনামে ফ্রেন্ডশিপ রান আয়োজন করে। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ১০ কিলোমিটার দৌড় আয়োজনে ধানমন্ডি ও ঢাকার বিভিন্ন এলাকার প্রায় ২০০ জন সৌখিন ও অপেশাদার দৌড়বিদ নারী—পুরুষ অংশগ্রহণ করে। টিম ধানমন্ডি দীর্ঘদিন যাবত প্রাত্যহিক দৌড় ও শরীর চর্চায় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় কমিউনিটিকে সুস্থ জীবনচর্চার উদ্বুদ্ধ করে আসছে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সৌহাদ্যপূর্ণ দৌড় প্রতিযোগিতার সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন টিম ধানমন্ডির নেতৃবৃন্দ ও ঢাকার বিভিন্ন রানিং কমিউনিটির সদস্যবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে অতিথিরা শারীরিক সুস্থতা ও সামাজিক সম্প্রতি সুরক্ষায় দৌড়ের মতো কমিউনিটি ভিত্তিক আয়োজনের গুরুত্ব উল্লেখ করেন।
বিজয়ের মাসের এই আয়োজনে প্রতিপাদ্য ছিল পরস্পরের মধ্যে বন্ধুত্বের বন্ধন ও সামাজিক সংহতি জোড়দার করা। টিম ধানমন্ডি মনে করে কমিউনিটি দৌড় সদস্যদের মধ্যে শারীরিক সক্রিয়তা ও সুস্থতার পাশাপাশি বন্ধুত্ব ও সামাজিক সহমর্মিতা তৈরিতে ভূমিকা পালন করে। এই ধরনের কর্মসূচি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এবারের আয়োজনের পাশাপাশি টিম ধানমন্ডি গত কয়েক বছর ধরে আল্ট্রা ম্যারাথন, ১৬ কিলোমিটার বিজয় দিবস দৌড় ও শিশুদের জন্য দৌড় প্রতিযোগিতা আয়োজন করে আসছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।