শাহে ইমরান : রাজধানীর অন্যতম বড় সৌখিন ও অপেশাদার দৌড়বিদদের সংগঠন টিম ধানমন্ডি আজ ৭ ডিসেম্বর ২০২৪ “ধানমন্ডি ফ্রেন্ডশিপ টেন কে ২০২৪” শিরোনামে ফ্রেন্ডশিপ রান আয়োজন করে। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ১০ কিলোমিটার দৌড় আয়োজনে ধানমন্ডি ও ঢাকার বিভিন্ন এলাকার প্রায় ২০০ জন সৌখিন ও অপেশাদার দৌড়বিদ নারী—পুরুষ অংশগ্রহণ করে। টিম ধানমন্ডি দীর্ঘদিন যাবত প্রাত্যহিক দৌড় ও শরীর চর্চায় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় কমিউনিটিকে সুস্থ জীবনচর্চার উদ্বুদ্ধ করে আসছে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সৌহাদ্যপূর্ণ দৌড় প্রতিযোগিতার সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন টিম ধানমন্ডির নেতৃবৃন্দ ও ঢাকার বিভিন্ন রানিং কমিউনিটির সদস্যবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে অতিথিরা শারীরিক সুস্থতা ও সামাজিক সম্প্রতি সুরক্ষায় দৌড়ের মতো কমিউনিটি ভিত্তিক আয়োজনের গুরুত্ব উল্লেখ করেন।
বিজয়ের মাসের এই আয়োজনে প্রতিপাদ্য ছিল পরস্পরের মধ্যে বন্ধুত্বের বন্ধন ও সামাজিক সংহতি জোড়দার করা। টিম ধানমন্ডি মনে করে কমিউনিটি দৌড় সদস্যদের মধ্যে শারীরিক সক্রিয়তা ও সুস্থতার পাশাপাশি বন্ধুত্ব ও সামাজিক সহমর্মিতা তৈরিতে ভূমিকা পালন করে। এই ধরনের কর্মসূচি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এবারের আয়োজনের পাশাপাশি টিম ধানমন্ডি গত কয়েক বছর ধরে আল্ট্রা ম্যারাথন, ১৬ কিলোমিটার বিজয় দিবস দৌড় ও শিশুদের জন্য দৌড় প্রতিযোগিতা আয়োজন করে আসছে।