ঢাকাবুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে ঈগল প্রতীকের প্রার্থীর পক্ষে গনজোয়ার

ডেস্ক এডিটর
ডিসেম্বর ২৭, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রামগঞ্জ (প্রতিনিধি) প্রতিনিধিঃ লক্ষীপুর-১, রামগঞ্জ আসনে ঈগল প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন বুধবার দুপুর ১২টায় থেকে পদ্মাবাজার থেকে গনসংযোগ শুরু করে। গনসংযোগে জেলা আ‘লেিগর সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম রয়েছেন এমন সংবাদ পেয়ে নারী-পুরুষের ঢল নামে। লামচর ইউপির দাসপাড়া পোলের গোড়া,ডা¹াতলী বাজার,মোহাম্মদিয়া বাজার,মাঝিরগাও বাজার,আইয়েনগর ও লামচর বাজার,গাজীপুর বাজার,শ্যামপুর মিয়ারহাট সহ বিভিন্ন স্থানে সফিক ভক্তরা স্বৈচ্ছার হয়ে ঈগল প্রতীকের নির্বাচন মাঠে কোমর বেধে নেমেছে। গনসংযোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সফিকুল ইসলাম বলেন, আওযামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির প্রেডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন দীর্ঘ ৪০বছরের অভিঞ্জতা সম্পূর্ণ রাজনীতিবীদ। উপজেলা পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন কালে আমি যেমন মানুষের পাশে ছিলাম, হাবিবুর রহমান পবন এমপি হলে তেমনি মানুষের কল্যানে কাজ করবে। প্রতিটি ইউপি জনতার আদালত হবে। যে আদালতে বিচারক থাকবে সুশীল সমাজের নেতৃবৃন্দ আর এমপি থাকবে বিবাদী। জনতার আদালতের বাদী হিসেবে থাকলে আপময় জনসাধারন।  প্রতিবছরে এমপি যেসব বরাদ্ধ পায়, তার প্রকল্প তৈরী করবে সুশীল সমাজের নেতৃবৃন্দ। গনসংযোগ ও পথসভায় বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মিজান, শোয়াব হোসেন সখা,পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক শাখাওয়াত হোসেন রাজু, রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মোজাম্মেল হক, রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদুল আমিন বাবু, কামরুল হাসান মাসুম, কলচমা ওয়ার্ড পৌর কাউন্সিলর মনির হোসেন রানা, দরবেশপুর ইউপি যুবলীগের আহবায়ক আনায়ার হোসেন পাটোয়ারীসহ রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সকল সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।