ঢাকাশুক্রবার , ১৮ আগস্ট ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে শনিবার আসছেন জিএম কাদের

ডেস্ক এডিটর
আগস্ট ১৮, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগঞ্জে শনিবার আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এ উপলক্ষে উপজেলাব্যাপী বিভিন্ন সড়কের উপর,গুরুত্বপূর্ন স্থানগুলোতে নির্মান করা হয়েছে অর্ধশতাধিক তোড়ন, লাগানো হয়েছে পোস্টার ও ফেস্টুন। জিএম কাদের রামগঞ্জে আগমনকে স্বাগতম জানিয়ে শুক্রবার বিকেলে রামগঞ্জ শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। লক্ষীপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর উপদেষ্টা মাহমুদুল রহমান মাহমুদের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি সিটি প্লাজার সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিশু পার্ক সংলগ্ন ওয়াবদার সড়কে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
দলীয় সুত্রে জানায়,লক্ষীপুর জেলা জাতীয় পার্টি ত্রি-বার্ষিক সম্মেলন ১৯ আগস্ট শনিবার সকাল ১০টা লক্ষীপুর টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।সম্মেলনে হেলিকপ্টার যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। সম্মেলন শেষে জিএম কাদের জামাতা ( মেয়ের স্বামী) অভিনেতা মাহফুজুর রহমান মাহফুজের বাড়িতে দুপুরের খাবার খেয়ে রামগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং সহযোগী সংগঠনের নেতা-কমীদের সাথে মতবিনিময় করবেন। জিএম কাদেরসহ অন্যান্য এমপিদের পটকল দিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে বলে জানিয়েছেন লক্ষীপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুর রহমান মাহমুদ। জিএম কাদের এর আগমনকে কেন্দ্র করে দীর্ঘদিন নিস্কীয় থাকা নেতা-কর্মীরা সক্রিয় হয়ে উঠেছে। উপজেলা-পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতা-কর্মীদের উজ্জিবিত হয়ে দফা-দফায় বৈঠকে মিলিত হচ্ছে। তৃণমুলের নেতারা জানিয়েছে,দীর্ঘ কয়েক বছর যাবত লক্ষীপুর জেলা কমিটি নিস্কিয় ছিলো। পাশাপাশি রামগঞ্জ উপজেলাতেও কমিটি ছিলো না। আগামী নির্বাচনে লক্ষীপুর জেলাতে দলটি জোটগত ভাবে মনোনয়ন পেতে পাওে এমন সংবাদে উজ্জিবিত হয়ে পাড়া-মহল্লা দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।