রামগঞ্জ (প্রতিনিধি) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১, রামগঞ্জ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন মঙ্গলবার সকাল ১১টায় কাঞ্চনপুর শাহ মিরান (রাঃ) এর মাজার জিয়াতের মধ্য দিয়ে নির্বাচনী গনসংযোগ আনুষ্ঠানিক ভাবে শুরু করেন। মাজার জিয়াত শেষ করে ওয়াবদা সড়ক হয়ে রামগঞ্জ পৌর বাশঘর যাওয়ার পথে নির্বাচনী মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল অতিরিক্ত গাড়ীতে সড়কের যানযট সৃষ্টি হওয়ায় ঈগল প্রতীকের সমর্থক রামগঞ্জ পৌর কলচমা ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন রানার ৫ হাজার টাকা জরিমানা করেন।
গনসংযোগ করার সময়ে উপস্থিত ছিলেন লক্ষ্ীপুর জেলা আওয়ামী সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক কর কমিশনার সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মিজান, শোয়াব হোসেন সখা,পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক শাখাওয়াত হোসেন রাজু, রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মোজাম্মেল হক, সদস্য কামরুল হাসান মাসুমসহ রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সকল সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। নির্বাচনী মোবাইল কোর্টে জরিমানা প্রসঙ্গে ঈগল প্রতীকের সমর্থক রামগঞ্জ পৌর কাউন্সিলর মনির হোসেন রানা বলেন, লক্ষীপুর জেলা আ‘লীগের সিনিয়র সহ-সভা সফিকুল ইসলাম সহ উপজেলা ও পৌর আ‘লীগ,যুবলীগের শীর্ষ নেতারা ঈগল প্রতীকের পক্ষে গনসংযোগ শুরু করার সংবাদে সমর্থকদের ঢল নামে। সমর্থকেরা আনন্দে আত্মহারা হয়ে গনসংযোগে অংশ গ্রহন করায় সড়কে যানযটের সৃষ্টি হয়। এতে মোবাইল কোর্টেও ম্যাজিস্ট্রেট আমার জরিমানা করেছে। নির্বাচনী মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, নির্বাচনী আচারনবিধি মোতাবেক প্রার্থীর সমর্থকের জরিমানা এবং আচারনবিধি নেমে প্রচারাভিযান করতে বলা হয়েছে।