ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে বিএনপি-ছাত্রদলে ৪ নেতা গ্রেফতার, চলমান আন্দোলনে গ্রেফতার-৪৫

ডেস্ক এডিটর
ডিসেম্বর ২৮, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার এস আই কাউসারুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি টিম আসরের নামাজের পর পৌর কলাবাগান এলাকা থেকে বিএনপি-ছাত্রদলের নেতাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, ছাত্রদল নেতা মামুন। এ নিয়ে চলমান কেন্দ্রীয় আন্দোলনে অংশ নেওয়ায় ৪৫জন নেতা-কর্মী রামগঞ্জ ও ঢাকা থেকে গ্রেফতার হয়েছে।
নেতা-কর্মীদের অব্যাহত গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক হক মজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু ও পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান শীর্ষস্থানীয় নেতারা।
এক বিবৃতিতে নেতারা বলেন, বিএনপির আন্দোলন দমানোর জন্য সরকারের কোনো কৌশলই সফল হবে না। মামলা দিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার করে বিএনপির নেতৃত্বকে দুর্বল করা যাবে না। কারাগারের বাইরে থাকা বিএনপির সর্বশেষ ব্যক্তিটি আন্দোলনের নেতৃত্ব দেবে। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হবে। বিএনপির নেতারা বলেন,২৮ অক্টোবর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত রামগঞ্জ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের ১৩জন নেতা-কর্মী ঢাকা থেকে এবং ৩২জন নেতা-কর্মী রামগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্বে ২৪জন জেল থেকে ছাড়া পেয়েছে।
রামগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কাউছারুজ্জামান জানান, নাশকতা ও পূর্বের মামলার ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে চার জনকে গ্রেফতার করা হয়েছে ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।