কবি: সাব্বির হোসেন (বাবু)
মা.. যে ভালো বন্ধু আমার
মা যে সুগন্ধি ফুলের মালা,
দেখলে একবার চাঁদ মুখটি তার—
জুড়ায় মনের শত জ্বালা।
রৌদ্র ক্লান্ত দুপুরে পেলে মায়ের—
আচলের শীতল ছায়া,
পৃথিবীর সকল সুখ পরক্ষণে,
হই যে আমার পাওয়া।
আমাদের যত শান্তি সুখ,
সব মাকেই ঘিরে—
অথচ, তাকেই ভুলে যায়,
নানান লোকের ভীরে।
জীবন নদীর অনুকূল তীরে,
মা’ই থাকবে সর্বক্ষণ সন্তানের দ্বারে।
সন্তানের হলে বিপদ মা’ই জানে প্রথম,
সেই মা’কেই বৃদ্ধ হলে উপহার দেয় বৃদ্ধাশ্রম।
মায়ের সাথে করলে এমন অশ্লীল কার্য,
জান্নাত হারাম, জাহান্নাম যে অনিবার্য।
তাই মায়ের সাথে করে উত্তম ব্যবহার,
নির্দ্বিধায় হাশর, মিজান সবই হবো পার।
ভালোবেসে করবো সেবা মা’কে দিন রাত্রি,
প্রকৃত মানুষ হয়ে মোরা পরকালে হবো জান্নাতি।
লেখক: মো.সাব্বির হোসেন (বাবু)
দশম শ্রেণির শিক্ষার্থী
বানিবাইদ এ.এ.এম.পি উচ্চ বিদ্যালয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।