নিজস্ব প্রতিবেদকঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত শনিবার সন্ধ্যায় লামচর এলাকায় একাধিক পথসভায় করে।লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান ও লামচর ইউপি আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের ভূইয়ার সাবির্ক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পথসভাটি সাধারন ভোটারদের ঢল নামে। আ‘লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লামচর বাজার, লামচর আবাসন প্রকল্প ও ভুইয়া বাড়ি জামে মসজিদ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন লামচর ইউপি আ‘লীগের সাধারন সম্পাদক মনির হোসেন টুনা,করপাড়া ইউপি আ‘লীগের সাধারন সম্পাদক মোঃ তছলিম মিয়া,উপজেলা যুবলীগ নেতা মেহেদী হাসান ফয়সাল পাটোয়ারী, স্বেচ্ছাসেবকলী নেতা আলী র্মোতুজা বাবু, মোঃ সায়েম হোসেন, নয়নপুর ওয়ার্ড় মেম্বার বিল্লাল হোসেন পাটোয়ারী,ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি,মোঃ কাউছার হোসেন সহ উপজেলা ও পৌর ‘লীগ,যুবলীগ,শ্রমিকলীগের নেতা-কর্মী,সমর্থকরা। পথসভায় নেতা-কর্মীরা বলেন, রামগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২১মে সাধারন ভোটরা তাদের পছন্দের প্রতীক আনারসে ভোট দিয়ে ইমতিয়াজ আরাফাতকে চেয়ারম্যান নির্বাচিত করবে।