ঢাকারবিবার , ৫ মে ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে প্রচারনা ও আলোচনার শীর্ষৈ পদ্মফুল প্রতীকের প্রার্থী শিউলী

ডেস্ক এডিটর
মে ৫, ২০২৪ ৪:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারনা ও আলোচনার শীর্ষ স্আথানে রয়েছে বর্তমান উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পুনরায় পদ্মফুল নিয়ে নির্বা চনে অংশ নেওয়ায়  মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী  সুরা্দেইয়া আক্তার শিউলী।  দুইবারের সফল মহিলা ভাইস চেয়ারম্যান,লক্ষীপুর জেলা আওয়ামী মহিলা আ‘লীগের সাধারন সম্পাদক এবং রামগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি সুরাইয়া আক্তার শিউলী পদ্মফুল প্রতীক নিয়েই নির্বাচনী মাঠে কর্মী সভা,পথসভা ও গনসংযোগ করে ব্যস্থ সময় পার করছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে হাজির হয়ে ভোট ও দোয়া চাচ্ছে।  নানা কৌশলে গনসংযোগ করায় ভোটার হৃদয়ে কেটে নিচ্ছে সুরাইয়া আক্তার শিউলী। কয়েকজন ভোটার বলেন, সুরাইয়া আক্তার শিউলী একজন দায়িত্বশীল নারী। মানুষ যখন যেই কোন সমস্যা নিয়ে উপস্থিত হয়েছে তা নিমিষেই সুরাহ করেছেন। রামগঞ্জ পৌরসভা ও উপজেলার ১০টি ইউপির অফিসপাড়া,হাট-বাজার,অলিতে-গলিতে চায়ের আড্ডাতে চলছে সুরাইয়া আক্তার শিউলীকে নিয়ে আলোচনা। সাধারন ভোটাররা এই প্রতিবেদককে জানান, রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এবার ৪জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেছে।  এখনো কোন প্রার্থীকে গনসংযোগেও দেখা যায়নি। সুরাইয়া বিগত বছরগুলো মানুষের কাছে ছিলো,এরপরেও প্রতীক বরাদ্ধ পাওয়ার পরেরদিন থেকে ভোটারদের ধারেধারে গিয়ে ভোট ও দোয়া চাচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।