স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) নওগাঁ জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি মোঃ খোরশেদ আলম, জাতীয় দৈনিক লাখো কণ্ঠ জেলা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মোহনা টিভি নির্বাচিত হয়েছেন। শনিবার ২৯ জুন ২০২৪ তারিখে সকাল ১১ টা হতে বিকাল ৩.৩০ ঘটিকা পর্যন্ত. ১১টি উপজেলার সাংবাদিক প্রতিনিধি নিয়ে নওগাঁ স্হানীয় একটি চায়নিজ রেস্তোরাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় কন্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ খোরশেদ আলমকে পুনরায় সভাপতি এবং মোঃ হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট আগামী ০২ (দুই) বৎসর মেয়াদি কমিটি গঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড,ম,মতিউর রহমান, আন্তজাতিক রাবিন্দ্র বিশ্বভারতী গভেশনা প্রতিষ্টানের নির্বাহী পরিচলক। আরও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ১১ উপজেলার সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন জেলার সিনিয়র সহ সভাপতি গোলাম রসুল বাবু, সহ সভাপতি মোঃ আক্কাস আলী, নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আঃ আজিজ, সাঃসম্পাদক আবু তালেব, বদলগাছী উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলে মওলা সাঃসম্পাদক মোঃহাফিজার রহমান, মান্দা উপজেলা শাখার সভাপতি মোঃ আঃ মজিদ সম্রাট সাংগঠনিক সম্পাদক মোঃসজিবর রহমান সজিব, ধামুইর উপজেলা শাখার সভাপতি মোঃআঃমালেক, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বরুন মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে ড. মতিউর রহমান বলেন সাংবাদিক জাতীর বিবেক,আপনাদের লিখনীর মাধ্যমে জাতির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সারা বিশ্বের মানুষ দেখতে ও জানতে পারে। আপনারা যখন সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন অতি দ্রুত তা সরকার সমাধানের চেষ্টা করে। নবনির্বাচিত সভাপতি মোঃ খোরশেদ আলম সকল উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের কাছে ২য় বারের মত বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত করায় জাতীয় দৈনিক লাখো কণ্ঠ পরিবারের পক্ষে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা স্বীকার করেন।