ঢাকাশুক্রবার , ১২ মে ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মামলা দিয়ে দেশ কালান্তরের কন্ঠরোধ করা যাবে না

ডেস্ক এডিটর
মে ১২, ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রান্তিক মানুষের সুখ-দু:খ,নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো স্বপ্ন দিয়ে সারাদেশ এবং প্রবাস থেকে বাচাই করে একঝাক কলম সৈনিকদের নিয়ে ২০১৮সালে ৩রা মে ওয়ার্ড় প্রেস ফ্রিডম ডে থেকে আত্মপ্রকাশ করে সময়ের সাহসি নিউজ পোর্টাল দেশ কালান্তর। দুর্নীতির বিরুদ্ধে সারাক্ষণ স্লোগান নিয়ে নানা ঘাত-প্রতিঘাত,হুমকি-ধমকির মধ্য দিয়ে ৬ বছর পেরিয়ে ৭ বছরে দেশ কালান্ত সম্পাদনা পরিষদ অত্যান্ত সাহসিকতার সাথে অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করছে এবং প্রকাশ অব্যাহত রেখেছে। যেহেতু দেশ কালান্তর সম্পাদনা পরিষদের সাথে জড়িত সবাই পেশাদার সাংবাদিক। তাছাড়া সরকারী সকল বিধি বিধান মেনে চলে প্রতিদিন বিচুক্ষনতার সাথে দায়িত্ববান বার্তা সম্পাদকরা নিউজ আপ দিয়ে যাচ্ছে। প্রকাশিত সংবাদের মানবৃদ্ধি এবং দেশের বিভিন্ন স্তরে অনিয়ম এবং দুনীর্তির সংবাদগুলো দেশ কালান্তর গুরুত্বের সাথে প্রকাশ অব্যাহত রাখায় প্রতিনিয়ত পাঠক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। পাঠকদের চাহিদা অনুযায়ী দেশ কালান্তর ইপেপারেও প্রকাশিত হচ্ছে। সম্পাদনা পরিষদ পাঠকদের চাহিদা পুরন করতে পোর্টালের এবং সংবাদের মান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করছে। পেশাদার সাংবাদিকদের পাঠানো সংবাদগুলো দ্রুত সময়ে পাঠকদের সামনে পৌছে যাওয়ায় দেশ কালান্তরের সুনাম দেশের আনাছে-কানাছে পৌছে গেছে। এতে এক শ্রেনীর ধান্ধাবাজ ব্যক্তির চক্ষুসুল হয়ে দাড়িয়েছে দেশ কালান্তর। তারা দেশ কালান্তরের কন্ঠরোধ করতে উঠে পড়ে লেগেছে। প্রতিনিয়ত সাংবাদিকদের নানা ভাবে হয়রানী করার হুমকি-ধমকি প্রদান করছে। শুধু তাই নয় প্রধান সম্পাদক,সম্পাদক ও নির্বাহী সম্পাকের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করছে। ধান্ধাবাজ ব্যক্তি ধান্ধাবাজি করতে গিয়ে আসলেই ভুলে যাচ্ছে। বীরকে কখনো মিথ্যে মামলা দিয়ে,হামলা করে বা হুমকি-ধমকি দিয়ে পরাস্ত করা সম্ভব নয়। বীরকে যতো বেশি হয়রানী করার চেষ্টা করবে,বীর ততোবেশি বীরত্বের সাথে লড়াই চালিয়ে যাবে। দেশ কালান্তর প্রকাশ হওয়ার পর থেকে তৈলমারা বা চামচামী কোন সংবাদ প্রকাশ করেনি। অপসাংবাদিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের অনিয়ম-দুর্নীতিগুলো একের পর এক প্রকাশ করেই চলছে। যেহেতু দেশ কালান্তর শুরু থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে স্বচ্ছতার সাথে প্রতিনিধি নিয়োগ দেওয়ায় হয়েছে। সেহেতু প্রতিনিধিরা স্বচ্ছাতার সাথে দায়িত্ব পালন করছে। দেশ কালান্তর সারাদেশে যেসব সাহসি কলম সৈনিকদের নিয়ে পথচলা শুরু করেছে সেসব কলম সৈনিকদের সৎ সাহসিকতা সত্যেই প্রশংসার দাবীদার। এই সৈনিকদের নিয়েই দেশ কালান্তর তার লক্ষ্যে পৌছবে। লক্ষ্যে পৌছতে যতোই ঝড়-তুফান আসুক না কেনো, অপশক্তি পিছন দিক থেকে যতোই আঘাত করুক না কেনো, মিথ্যে মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করুক না কেনো, যতোই অপপ্রচার করুক না কেনো? দায়িত্ব এবং আদর্শ থেকে একবিন্ধুও পিছ পা হবে না। দেশ কালান্তর যেই স্লোগান নিয়ে পাঠকের সামনে হাজির হয়েছে, সেই স্লোগান যেমন থাকবে,ঠিক তেমনি দুর্নীতির বিরুদ্ধে সারাক্ষণ সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে। কারন দেশ কালান্তর সাংবাদিক ও পাঠকদের নিউজ পোর্টাল,যা শুরু থেকেই বলে আসছি-এখনো বলছি। পাঠকদের চাহিদা অনৃয়ায়ী প্রতিদিন সংবাদ প্রকাশ করতে সম্পাদনা পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাঠকরা যতোদিন চাইবে,দেশ কালান্তর ততোদিন প্রকাশনা অব্যাহত রাখবে। ইনশাল্লাহ। পরিশেষে বিনীত অনুরোধ করছি অপশক্তি এবং ধান্ধাবাজদের , দেশ কালান্তর এর কলম সৈনিকদের বিরুদ্ধে সময় ব্যয় না করে নিজেদের এবং সমাজের উন্নয়ন কাজে সময় ব্যয় করুন। যাতে মৃত্যুর পরে সমাজ বলতে পারে ওমুক জীবনদশা সমাজের জন্য এই কাজগুলো করে গেছে।
বি:দ্র:- আমার লেখা কারো শরীরের এ্যালার্জি থাকলে চুলকাতে পারে। এমন কারো শরীর চুলকালে নিজ দায়িত্বে ঔষধ সেবন করে নিবেন। দেশ কালান্তর দর্নীতির বিরুদ্ধে সারাক্ষণ স্লোগানে সংবাদ প্রকাশ করছে ,করতেছে এবং করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।