ঢাকারবিবার , ১৪ মে ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মানবতার ফেরিওয়ালা পুলিশ অফিসার এসআই জহির

ডেস্ক এডিটর
মে ১৪, ২০২৩ ৪:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

আল্লাহপাকের সৃষ্টির সেরা জীব মানুষ। যাদের মান এবং হুশ আছে তারাই মানুষ। নানা পেশার মানুষ নানা ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যবস্থা থাকে। হাতেগনা কিছু মানুষ অন্যদের নিয়ে সারাক্ষন ছিন্তা করে। যারা সমাজের পিছিয়ে পড়া,সুবিধা বঞ্চিত কিংবা অবহেলা আর নির্যাতনে শিকার হচ্ছে,তাদের পাশে যেই মানুষ দাঁড়িয়ে সহযোগীতা করার চেষ্টা করে সেই ব্যক্তিকে অবশ্যই মানবতার ফেরিওয়ালা বলতে কারো কস্ট হবে না। ইতিহাস স্বাক্ষী দিচ্ছে যারা মানুষের কল্যানে নিজকে উৎসর্গ করছে তারা আমৃত্যুও সম্মানিত হয়ে আজো মানুষের হৃদয়ে রয়েছে। কর্মব্যস্থার এই যুগে সমাজের অলি গলিতে ঘুরে অসহায় ও গরীবের মান্ষুদের পাশে সহযোগীতায়,শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও ব্যবসা প্রতিষ্ঠান-বসতঘর প্রদান,এতিম শিক্ষার্থীরে পড়া-লেখার ব্যবস্থা, এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরান শরীফ বিতরন,দুর্যোগে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরন, রমজানে ইফতার সামগ্রী প্রদান,এমনকি করোনাকালীন সময়ে হজের জন্য জমানো টাকা গৃহে থাকায় মানুষের মাঝে বিতরন করে মানবতার নজির স্থাপন করেছেন পুলিশ অফিসার এসআই জহির উদ্দিন। লক্ষীপুর,রাঙ্গামাটি জেলা এবং চান্দিনা উপজেলার মানুষের হৃদয়ে পুলিশ অফিসার এসআই জহির উদ্দিন মানবতার ফেরিওয়ালা হিসেবে স্থান করে নিয়েছেন।
লক্ষীপুর রামগঞ্জ উপজেলার মাসিমপুর ও ইছাপুর সহ কয়েকটি গ্রামে একাধিক প্রতিবন্ধিকে ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করে দিয়েছে,বিভিন্ন এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরান শরীফ বিতরন করেছেন। প্রতিবন্ধিদের হুইল চেয়ার প্রদান করেছেন। চিকিৎসা বঞ্চিতদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।
রাঙামাটিতে কর্মরত অবস্থায় বন্ধুকভাঙ্গা ইউনিয়নের মুবাছড়ি গ্রামে রাঙ্গামাটি পৌরসভার চম্পকনগর এলাকার, ভেদভেদী মুসলিম পাড়া,পশ্চিম ভেদভেদী এলাকায়,পুরানবস্তি প্রতিবন্ধিদের হুইল চেয়ারের ব্যবস্থাসহ আর্থিক সহযোগীতা করেছেন।
করোনায় লকডাউনে কাপ্তাই লেকে ক্ষতিগ্রস্থ জেলেদের ত্রান, রিজার্ভমুখ অগ্নিকান্ডে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রান এছাড়া চম্পকনগর শারীরিক প্রতিবন্ধী তানিয়াকে আর্থিক ও ত্রান সহায়তা, ভেদভেদী মুসলিমপাড়া ক্যান্সার আক্রান্ত রোগী মরিয়মের একমাত্র মেয়ে আছমার লেখাপড়ার সহায়তাসহ অসংখ্য মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

করোনা লকডাউনের হজের জন্য জমানো টাকা উর খাদ্য সামগ্রী ও নগদ টাকা নিয়ে ঘরে থাকা মানুষের বাড়ী বাড়ী ঘরে ঘরে পৌছে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
সমাজে সুবিধা বঞ্চিত মানুষগুলোর ভাগ্য উন্নয়নে এসআই জহির উদ্দিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সুশীল সমাজের কয়েকজন ব্যক্তি বলেন, কর্মব্যস্থার যুগে মানুষ সামান্য সুযোগ ফেলে ছুটে যায় স্বজনের কাছে কিংবা বিনোদন স্পটে। কিন্তু পুলিশ অফিসার এসআই জহির উদ্দিন ছুটে যায় সুবিধা বঞ্চিত অসহায় পাশের সন্ধানে। মানবিক কাজ করার বিষয়ে জানতে চাইলে এসআই জহির বলেন.সরকারী দায়িত্ব পালনের মাঝে যেই সময়টা পাই,সেই সময়ে মানবিক কাজগুলি করার চেষ্টা করি। নিজের বেতনের টাকার পাশাপাশি কিছু বিত্তবানদের সহযোগীতা নিয়েই সমাজের অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। এতে পুলিশের ভাবমুর্তিও বৃুদ্ধি পাবে বলে মনে করি। তবে মানুষের জন্য কিছু করতে পারলে নিজকে মহান মনে হয়।

বেলায়েত হোসেন বাচ্চু
কবি,সাহিত্যিক ও সাংবাদিক

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।