ঢাকাবুধবার , ২ আগস্ট ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইসলাম
  3. খেলাধুলা
  4. গণমাধ্যম
  5. জাতীয়
  6. রাজনীতি
  7. লক্ষ্মীপুর
  8. শিক্ষাঙ্গন
  9. সম্পাদকীয়
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে আবারও সফলতার শীর্ষে মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ

ডেস্ক এডিটর
আগস্ট ২, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

তিতাস উপজেলায় প্রতি বছরের ন্যায় এবারও সফলতার শীর্ষে মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ। এসএসসি পরীক্ষার ফলাফলে এবছর প্রতিষ্ঠানটি সফলতার ধারাবাহিকতা বজায় রাখে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ মনিরুজ্জামান জানান যে, এবারের এসএসসি পরীক্ষায় মোট ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে । এদের মধ্যে ৪টি গোল্ডেন সহ ৯ টি জিপিএ ৫ এবং ৩৪ টি এ গ্রেড পেয়েছে। বাকি শিক্ষার্থীবৃন্দ অন্যান্য গ্রেডে উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠান প্রধান এক বিবৃতিতে পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ফলাফল প্রকাশের দিন কৃতি শিক্ষার্থীদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান ভূঁইয়া, ভাইস প্রিন্সিপাল জনাব এম এস ফরিদ, বিজ্ঞান বিভাগের শ্রেণি শিক্ষক জনাব ওয়াসীম মোল্লা, ব্যবসায় শিক্ষা বিভাগের শ্রেণি শিক্ষক জনাব মহসিন উদ্দিন, কলেজ শাখার প্রভাষকবৃন্দসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ। এতে করে শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজটি এক মনোরম পরিবেশে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে এলাকায় শিক্ষা বিস্তারে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দিন দিন সুখ্যাতি লাভ করছে। অদূর ভবিষ্যতে আরও চমকপ্রদ ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাতৃছায়া শিক্ষাঙ্গন পরিবার। বর্তমানে ৪৩ জন শিক্ষকসহ ৬শ শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সুন্দরভাবে অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।